Kiara Advani: পোশাক নিয়ে প্রকাশ্যে বিপাকে পড়লেও নানা সাজ নানা মাত্রা আনে কিয়ারার রূপে, ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
Kiara Advani: এক দু'বার পোশাক নিয়ে বিপাকে পড়েছেন তিনি। দু'টি অনুষ্ঠানে। কিন্তু নিজেকে ঠিক সামলে নিয়েছেন তৎক্ষণাৎ।
advertisement
1/10

যেন বহুরূপী! নানা রঙে, নানা সাজে বারবার ধরা দেন তিনি। প্রতি সজ্জায় তিনি মোহময়ী। তিনি কিয়ারা আডবাণী। টিক যেমন বেগনী রঙের হল্টারনেক পোশাকে উজ্জ্বল নায়িকা।
advertisement
2/10
সাদা অফ শোল্ডার ব্লাউজ, সাদা শাড়িতে 'শেরশাহ' ছবির নায়িকা একেবারে নতুন রূপে হাজির।
advertisement
3/10
নীল টপ ও প্যান্টে কিয়ারা। যদিও এক দু'বার পোশাক নিয়ে বিপাকে পড়েছেন তিনি। দু'টি অনুষ্ঠানে। কিন্তু নিজেকে ঠিক সামলে নিয়েছেন তৎক্ষণাৎ।
advertisement
4/10
নীল ফুল ফুল কাজের ব্রালেট এবং প্যান্টের সঙ্গে নীল ওড়না তাঁর সাজে এনেছে অন্য মাত্রা।
advertisement
5/10
কেবল সাদা ব্লেজার দিয়ে শরীরের উপরের অংশ ঢেকেছেন কিয়ারা। নীচে রইল রুপোলি কাজের মিনি স্কার্ট।
advertisement
6/10
শ্যাওলা সবুজ রঙের স্বচ্ছ পোশাকে 'ভুলভুলাইয়া'র নায়িকা। এই পোশাক দেখে নেটিজেনরা কটাক্ষ করেছিলেন কিয়ারাকে। তাঁদের প্রশ্ন ছিল, কিয়ারা কি তাঁর পোশাকে স্যানিটারি ন্যাপকিন লাগিয়েছেন?
advertisement
7/10
যদিও কটাক্ষে মন দেন না কিয়ারা। নিজের সাজে নিজের পছন্দকেই গুরুত্ব দেন তিনি। ঠির সেভাবেই সাদা কালো ছাপের শাড়িতে বেল্ট পরায় অন্য মাত্রা যোগ হয়েছে। সঙ্গে হাতাকাটা কালো ব্লাউজ।
advertisement
8/10
লাল শর্ট ড্রেসের সঙ্গে লাল ব্লেজারে কিয়ারা। এই পোশাক পরেও এক বার অনুষ্ঠানে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন তিনি। কার্তিক আরিয়ার সাহায্যের হাত বাড়াতে বিপদ কেটে যায়।
advertisement
9/10
ফুল পাতা ছাপের লহেঙ্গা-চোলিতে সেজেছেন 'লাস্ট স্টোরিজ'-এর কিয়ারা। নানা রঙে ঝলমলে তিনি। একগাল হাসিই তাঁর অলঙ্কার।
advertisement
10/10
যেন কমলা সুন্দরী। কমলা রঙের দেওয়ালের সামনে কমলা চেয়ারে বসে কিয়ারা। পরনে যদিও কমলা নয়। হলুদ টপ এবং ট্রাউজার্স। কিন্তু সব মিলিয়ে ওই রঙের প্রাধান্যই বেশি এই ছবিতে। এমন ভাবেই সাজতে থাকুন কিয়ারা। 'যুগ যুগ জিও'!