TRENDING:

এ বার পেপসি’র বিজ্ঞাপনে দেখা যাবে ৮৭ বছরের ‘গ্যালারি কুইন’ চারুলতাকে

Last Updated:
advertisement
1/7
এ বার পেপসি’র বিজ্ঞাপনে দেখা যাবে ৮৭ বছরের ‘গ্যালারি কুইন’ চারুলতাকে
♦ চলতি বিশ্বকাপে বাইশ গজের সুপারম্যান যদি হন রোহিত শর্মা, তা হলে অবশ্যই গ্যালারি কুইন হলেন বছর ৮৭-র ‘চারুলতা প্যাটেল’৷
advertisement
2/7
♦ ইন্ডিয়ান ক্রিকেট টিমকে উৎসাহ দিতে ভুভুজেলা হাতে গ্যালারি মাতান চারুলতা ৷ আর তিনিই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেনশেসন হয়ে ওঠেন ৷
advertisement
3/7
♦ এ বার সেই চারুলতা প্যাটেলকেই দেখা যাবে পেপসির বিজ্ঞাপনে ৷ মারকাটারি জনপ্রিয়তার কারণেই তাঁকে এই আন্তর্জাতিক ঠান্ডা পানীয়’র মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷
advertisement
4/7
♦ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে হুইল চেয়ারে বসে ভারতকে চিয়ার করেছিলেন ৮৭ বছরের 'যুবতী'। কখনও দম নিয়ে ভেঁপু বাজাচ্ছেন, তো কখনও রোহিত শর্মার সেঞ্চুরির পর হাত নেড়ে তাঁকে সংবর্ধনা জানাচ্ছেন।
advertisement
5/7
♦ তাঁর এনার্জি অবাক করেছিল গোটা বিশ্বকে। দলকে চিয়ার করার পুরস্কারও পেয়েছিলেন। ম্যাচ শেষে তাঁর আশীর্বাদ পেতে ছুটে গিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আশীর্বাদ দিয়ে তাঁদের গালে হাত বুলিয়ে দেন চারুলতা দেবী। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন তাঁরা। কোহলির গালে চুমু খেয়ে তাঁকে আদরও করেন চারুলতা।
advertisement
6/7
♦ আশির গণ্ডি পেরনো এনার্জিতে ভরপুর এই 'যুবতী'কে এবার দেখা যাচ্ছে পেপসির ডিজিটাল প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে। পেপসির মুখপাত্র বলেন, 'ক্রেতাদের পছন্দ-অপছন্দ জানতে প্রতিনিয়তই পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে কোম্পানি। তা সে বলিউড তারকাকে এনে হোক কিংবা ক্রীড়াদুনিয়ার কোনও ব্যক্তিত্ব।
advertisement
7/7
♦ চলতি বছর ফেব্রুয়ারিতে পেপসির নয়া অভিযান শুরু হয়েছে। স্টাইলের সঙ্গে প্রাণ খুলে বাঁচাকেই আমরা গুরুত্ব দিই।' এবার পেপসির চোখ দিয়ে প্রাণোবন্ত চারুলতা দেবীর 'সোয়্যাগ' ফুটিয়ে তোলা হয়েছে। এই বিজ্ঞাপনে বার্তা দেওয়া হয়েছে, বয়স সংখ্যা মাত্র। ৮৭ বছরেও এক ভক্তের ক্রিকেটের প্রতি ভালবাসা অটুট।
বাংলা খবর/ছবি/বিনোদন/
এ বার পেপসি’র বিজ্ঞাপনে দেখা যাবে ৮৭ বছরের ‘গ্যালারি কুইন’ চারুলতাকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল