শরীরে মিলল শরীর, লকডাউনে বউয়ের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করলেন সুস্মিতার ভাই
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷
advertisement
1/6

সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তাঁরা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন ৷ এখন তো আবার ঘরবন্দি দশা ৷ তাই বাইরের কাজ যখন বন্ধ, তাই ঘরেতেই অঢেল সময় ৷ এই অঢেল সময়ে সেলিব্রিটিরা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকেই!
advertisement
2/6
তবে সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও তাঁর স্ত্রী চারু অসপা যা করলেন তা দেখে রীতিমতো নিন্দার ঝড় সোশ্যাল নেটওয়ার্কে ৷
advertisement
3/6
গপ্পোটা হল, লকডাউন অবস্থায় ঘরবন্দি হয়ে নিজের স্ত্রীয়ের সঙ্গে আদরে মাখামাখি করলেন রাজীব ৷ আর সেই ছবি সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করতেই নিন্দার ঝড় ৷
advertisement
4/6
ছবিতে দেখা গিয়েছে, রাজীবের শরীরের কোনও পোশাকে নেই ৷ অন্যদিকে, তাঁর স্ত্রী চারুও বেশ কম পোশাকে ৷
advertisement
5/6
ছবিতে দেখা গিয়েছে, স্ত্রীয়ের গলা, কাঁধে, কানের পাশে চুম্বনরত রাজীব ! এই সব ছবি রাজীব পোস্ট করে লিখলেন, স্টে হোম, স্টে সেফ!
advertisement
6/6
এই ছবি দেখেই নিন্দার ঝড় সোশ্যাল নেটওয়ার্কে৷ নেটিজেনরা বলছেন, এসব ছবি কেন সোশ্যাল নেটওয়ার্কে?