'এ যেন হুবহু মৃণাল সেন'! প্রকাশ্যে 'পদাতিক'-এ চঞ্চলের লুক, রয়েছে একাধিক চমক
- Published by:Sanchari Kar
Last Updated:
এ বার প্রকাশ্যে এল তাঁর প্রথম লুক। লম্বা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে সিগারেট, পরনে পাঞ্জাবি। চঞ্চল যেন হুবহু মৃণাল।
advertisement
1/6

মৃণাল সেনকে নিয়ে ছবি তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। নাম 'পদাতিক'। কিংবদন্তি পরিচালকের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
advertisement
2/6
এ বার প্রকাশ্যে এল তাঁর প্রথম লুক। লম্বা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে সিগারেট, পরনে পাঞ্জাবি। চঞ্চল যেন হুবহু মৃণাল।
advertisement
3/6
মৃণালের বৃদ্ধ বয়সের চেহারার সঙ্গেও চঞ্চলের চেহারার মিল রাখা হয়েছে। অভিনেতাকে দেখে ইতিমধ্যেই মুগ্ধ অনুরাগীরা।
advertisement
4/6
ছবিতে মৃণালের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন মনামী ঘোষ। পরনে শাড়ি, কপালে টিপ- এমন জৌলুসহীন সাজে মনামীকে আগে দেখেনি দর্শক।
advertisement
5/6
পর্দায় তরুণ মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে কোরক সামন্তকে।
advertisement
6/6
মৃণাল সেনের পুত্র কুণাল সেনের ভূমিকায় অভিনয় করছেন সম্রাট চক্রবর্তী। ছবির শিল্পীদের লুক সেট করেছেন মেক আপ শিল্পী সোমনাথ কুণ্ডু। অতীতে 'গুমনামি', 'অপরাজিত'-র মতো ছবিতে তাঁর কাজ দর্শককে মুগ্ধ করেছে। এ বারও অন্যথা হল না।