Chacha Chaudhary: শৈশবের নস্টালজিয়ায় ডুব দিন, আসছে চাচা চৌধুরির বাংলা সমগ্র, নিজেও পড়ুন, বাচ্চাকেও পড়ান
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
চাচা চৌধুরির প্রকাশক প্রাণ এবং বাংলার প্রকাশকরা এক যোগে নিয়ে আসছেন বাংলায় চাচা চৌধুরি সমগ্র৷ হারিয়ে যাওয়া আশি-নব্বই দশক, হারিয়ে যাওয়া যৌথ যাপন, হারিয়ে যাওয়া নির্মল শৈশব ফিরে পাওয়ার জন্য এই প্রয়াস।
advertisement
1/6

কমিকসের জগতে বড় খবর। ফিরে আসছে নস্টালজিয়া। বাংলায় আসছে চাচা চৌধুরি। মিষ্টির হাঁড়িতে, বাচ্চাদের মুখোশে, বহুরূপীর সাজে বাঙালি চাচা চৌধুরি৷
advertisement
2/6
চাচা চৌধুরির প্রকাশক প্রাণ এবং বাংলার প্রকাশকরা এক যোগে নিয়ে আসছেন বাংলায় চাচা চৌধুরি সমগ্র৷ হারিয়ে যাওয়া আশি-নব্বই দশক, হারিয়ে যাওয়া যৌথ যাপন, হারিয়ে যাওয়া নির্মল শৈশব ফিরে পাওয়ার জন্য এই প্রয়াস।
advertisement
3/6
অন্তরীপ সময়ের কাঁটাকে ঘুরিয়ে দিতে চেষ্টা করেছে তীব্র আবেগে। স্কুলব্যাগে লুকিয়ে আনা ছোটো ছোটো কমিক্সের বইগুলো, পড়ার বইয়ের ফাঁকে লুকিয়ে রাখা হিরেমাণিকগুলো, ম্যাগাজিনের দোকানে হৃদয় উদ্বেল করে সাজিয়ে রাখা প্রাণ সাহেবের চাচা চৌধুরীর কমিক্সগুলো আবার এনেছে অন্তরীপ কমিক্স।
advertisement
4/6
এই অমনিবাস এডিশন-এ ধরা রইল সকলের প্রিয় সেই প্রথমযুগের প্রাণ-অঙ্কিত শিল্পকর্মগুলি।
advertisement
5/6
অন্তরীপ কমিক্স ও প্রাণ-এর যৌথ উদ্যোগে বাংলার পাঠকের সামনে হাজির হয়েছে এক সময়যান। অতীতের নির্মল যাপনে ফিরে যাওয়ার এক জাদুকাঠি। আজকে যাঁরা সেইসব দিন, সেইসব যাপন, সেইসব কমিক্সের অভাববোধ করেন তাঁরা হাতে তুলে নিন এই জাদুকাঠি।
advertisement
6/6
চড়ে বসুন এই সময়যানে। সঙ্গে নিন আজকে যাঁরা শৈশবে— তাদেরও। চাচা চৌধুরীর কম্পিউটারের থেকেও প্রখর মস্তিষ্কের কিস্সাকাহিনি প্রবাহিত হোক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।