Celina Jaitly: বাবা-ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক সেলিনার, দাবি পাক সাংবাদিকের, বড় পদক্ষেপ নায়িকার!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Celina Jaitly: সেলিনা সম্প্রতি জানিয়েছেন, বিদেশ মন্ত্রক নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কাছে বিষয়টি জানিয়েছে এবং অবিলম্বে তদন্ত এবং পদক্ষেপের দাবি করেছে। সেলিনা ট্যুইটারে চিঠির ছবি শেয়ার করেছেন যেটি জাতীয় মহিলা কমিশনকে পাঠিয়েছে বিদেশ মন্ত্রক।
advertisement
1/6

চলতি বছরের শুরুর দিকে এক পাকিস্তানি সাংবাদিক এবং চলচ্চিত্র সমালোচক উমেইর সান্ধু সেলিনা জেটলি নিয়ে কুমন্তব্য করেছিলেন। তিনি ট্যুইটে লিখেছিলেন, ‘সেলিনা জেটলি বলিউডের একমাত্র অভিনেত্রী যিনি বাবা (ফিরোজ খান) এবং ছেলে (ফারদিন খান) উভয়ের সঙ্গেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন।’
advertisement
2/6
সেলিনা সেই ট্যুইটের জবাব দিয়ে অনেকের সমর্থন কুড়িয়েছিলেন। প্রসঙ্গত প্রয়াত অভিনেতা-পরিচালক ফিরোজ খান সেলিনাকে নিজের ছেলে ফারদিনের সঙ্গে তাঁদেরই প্রযোজনা সংস্থায় অভিনয় করেছিলেন। ২০০৩ সালে সেই ছবি ‘জানাশিন’ মুক্তি পায়।
advertisement
3/6
সেলিনা সম্প্রতি জানিয়েছেন, বিদেশ মন্ত্রক নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কাছে বিষয়টি জানিয়েছে এবং অবিলম্বে তদন্ত এবং পদক্ষেপের দাবি করেছে। সেলিনা ট্যুইটারে চিঠির ছবি শেয়ার করেছেন যেটি জাতীয় মহিলা কমিশনকে পাঠিয়েছে বিদেশ মন্ত্রক।
advertisement
4/6
সেলিনা রবিবার ট্যুইটারে লিখেছেন, ‘কয়েক মাস আগে, উমাইর সান্ধু নামে পাকিস্তানের একজন স্বঘোষিত হিন্দি চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিক আমার সম্পর্কে ভয়ঙ্কর এবং মিথ্যা দাবি করেছিলেন, আমি নাকি আমার শিক্ষক ফিরোজ খান এবং তাঁর ছেলে ফারদিন খানের সঙ্গে সম্পর্ক ছিল।’
advertisement
5/6
‘এছাড়াও তিনি অস্ট্রিয়াতেও আমার এবং আমার পরিবারের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেছেন। পাকিস্তান থেকে তাঁর হেনস্থার বিরুদ্ধে আমার প্রতিক্রিয়া সমর্থন পেয়েছে। বহু পাকিস্তানি নাগরিক-সহ লক্ষ লক্ষ টুইটার ব্যবহারকারী সমর্থন জানিয়েছেন।’
advertisement
6/6
তিনি বিষয়টিকে জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। NCW তারপর বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিবকে একটি চিঠি পাঠায়। কমিশন বিদেশ মন্ত্রকের তরফে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। মন্ত্রক ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব নিয়ে দেখেছে এবং অবিলম্বে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কাছে বিষয়টি জানিয়েছে।