TRENDING:

Celina Jaitly: শরীরে বিরল রোগ, তাও একাধিকবার যমজ সন্তানের জন্ম, কীভাবে সম্ভব? অবাক করা তথ্য ফাঁস সেলিনার

Last Updated:
Celina Jaitly: অভিনেত্রী কি আইভিএফ-এর মাধ্যমে নাকি প্রাকৃতিকভাবে যমজ সন্তানের জন্ম দিয়েছেন?
advertisement
1/6
শরীরে বিরল রোগ, তাও একাধিকবার যমজ সন্তানের জন্ম, কীভাবে সম্ভব? তথ্য ফাঁস সেলিনার
বলিউডে একসময়ে বেশ নামডাক করেছিলেন সেলিনা জেটলি৷ তবে এখন আর সেভাবে দেখাই যায় না তাঁকে৷ তবে নিজের ব্যক্তিগত কারণে বারবার শিরোনামে উঠে এসেছেন সেলিনা জেটলি৷
advertisement
2/6
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আস্ক মি এনিথিং সেশনের আয়োজন করেছিলেন নায়িকা৷ সেখানেই একটি প্রশ্ন নজরে এসেছিল নায়িকার৷ সেই উত্তর নিজের স্টোরি ফিডে পোস্ট করে গর্ভাবস্থার যন্ত্রণার কথা শেয়ার করেছেন নায়িকা৷
advertisement
3/6
সেলিনা জানিয়েছেন, অনেকেই তাকে প্রশ্ন করেছে অভিনেত্রী কি আইভিএফ-এর মাধ্যমে নাকি প্রাকৃতিকভাবে যমজ সন্তানের জন্ম দিয়েছেন? আসলে দ্বিতীয় গর্ভাবস্থা যমজ বলেই উঠে এসেছে এই প্রশ্ন৷
advertisement
4/6
সেলিনা উত্তরে বলেন, আমার একটি বিরল জেনেটিক অবস্থা রয়েছে৷ এই কারণেই আমার ক্ষেত্রে যমজ বা একাধিক সন্তান জেনেটিকভাবেই হতে থাকে৷ অনেকেই উত্তরাধিকার সূত্রে এমন জিন পায়৷
advertisement
5/6
সেলিনা আরও জানান, এই জিনের কারণের জন্যই একাধিক ডিম্বাণু বের হয় যা একাধিক গর্ভধারণের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়৷ যার ফলে নানা প্রজন্মের মধ্যে অনেক যমজ সন্তান তৈরি করতে পারে৷
advertisement
6/6
পিটার হাগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১২ সালে মার্চ মাসে যমজ সন্তানের জন্ম দেন এবং ২০১৭ সালে ফের যমজ সন্তানের মা হন সেলিনা৷ যদিও ডেলিভারি রুমেই মারা যায় অভিনেত্রীর এক ছেলে৷ সেই যন্ত্রণাময় কাহিনির কথাও অভিনেত্রী তুলে ধরেছিলেন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Celina Jaitly: শরীরে বিরল রোগ, তাও একাধিকবার যমজ সন্তানের জন্ম, কীভাবে সম্ভব? অবাক করা তথ্য ফাঁস সেলিনার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল