Sohini Sarkar-Shovan Ganguly Wedding: সিঁদুর পরিয়ে স্ত্রী সোহিনীকে চুম্বন শোভনের, মেরুন বেনারসিতে অপরূপা নববধূ, বিয়ের ছবি দেখুন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sohini Sarkar-Shovan Ganguly Wedding: বলিউডি জমকালো বিয়েতে বিশ্বাসী নন গায়ক বা নায়িকা কেউই। তাই স্বল্প বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন জুটি।
advertisement
1/7

পর্দায় নয়। বাস্তবে শুরু হল বিবাহ অভিযান। শোভন গঙ্গোপাধ্যায়ের হাত ধরলেন সোহিনী সরকার। বিয়ে করলেন গায়ক এবং নায়িকা। আজ, সোমবার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এক হলেন যুগল।
advertisement
2/7
মেরুন বেনারসিতে অপরূপা নববধূ। ধুতি-পাঞ্জাবীতে সুন্দর শোভন। দক্ষিণ ২৪ পরগনার এক রাজবাড়িতে নিয়ম রীতি মেনেই বিয়ে সেরে নতুন যাত্রার পথে পা বাড়ালেন নবদম্পতি।
advertisement
3/7
অতিথি তালিকায় ছিলেন সোহিনী এবং শোভনের কাছের বন্ধুরা। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী, অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ফোটোগ্রাফার দেবর্ষি সরকার প্রমুখেরা।
advertisement
4/7
বলিউডি জমকালো বিয়েতে বিশ্বাসী নন গায়ক বা নায়িকা কেউই। তাই স্বল্প বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন জুটি।
advertisement
5/7
ছবিতে দেখা যাচ্ছে, সোহিনীর মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন শোভন। চোখ বন্ধ করে রয়েছেন সোহিনী। দু’জনের মুখেই আনন্দ উচ্ছ্বাসের আভা।
advertisement
6/7
একগুচ্ছ ছবি পোস্ট করলেন নববধূ। সাদা ব্লাউজ আর মেরুন বেনারসি এবং সাদা পাঞ্জাবী আর ধুতির যুগলবন্দি বড়ই সুন্দর। মাথায় সাদা ফুলের গোছা। গলাভর্তি সোনার গয়না।
advertisement
7/7
নতুন স্ত্রীকে সিঁদুরদানের পর চুম্বনে ভরিয়ে দিলেন শোভন। আনন্দে হেসে উঠলেন সোহিনী। আদরে, যত্নে শুরু হল সংসার করার পথচলা।