Cannes Film Festival 2023: অনুষ্কার পর সারা, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বলিউডের একঝাঁক তারকা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Cannes Film Festival 2023: ১৬ মে অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে কান চলচ্চিত্র উৎসব,চলবে আগামী ২৭ মে পর্যন্ত৷ ফ্রান্সে আয়োজিত ৭৬ তম কান আন্তর্জাতিক উৎসবের দিকে এখন সকলের চোখ৷
advertisement
1/5

১৬ মে অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে কান চলচ্চিত্র উৎসব,চলবে আগামী ২৭ মে পর্যন্ত৷ ফ্রান্সে আয়োজিত ৭৬ তম কান আন্তর্জাতিক উৎসবের দিকে এখন সকলের চোখ৷
advertisement
2/5
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব নিয়ে এখন চর্চা তুঙ্গে। এবারের কান উৎসবে বড় চমক রয়েছে ভক্তদের জন্য৷ এই প্রথমবার রেড কার্পেটে হাঁটতে চলেছেন অভিনেত্রী প্রযোজক অনুষ্কা শর্মা৷ যা নিয়ে উত্তেজনা তুঙ্গে দর্শকদের মধ্যে।
advertisement
3/5
তবে অনুষ্কা শর্মা ছাড়া আরও অনেকেই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে পা রাখছেন৷ সইফ আলি খানের মেয়ে সারা আলি খানও চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করতে চলেছেন৷
advertisement
4/5
বলিউডের একগুচ্ছ তারকারাই উড়ে গিয়েছেন সুদূর ফ্রান্সে৷ তাদের মধ্যে অনেকেই আবার প্রথমবার পা রাখতে চলেছেন৷ ৭৬ তম কান আন্তর্জাতিক উৎসবে প্রথমবার দেখা যাবে মানুসী চিল্লারকে৷
advertisement
5/5
গতকালই একাধিক তারকাদের এয়ারপোর্টে দেখা গিয়েছে৷ বিখ্যাত গায়ক কুমার সানুর মেয়ে শ্যানন কেও প্রথমবারের মতো কান অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে৷ চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে যে বলিউডের জয়জয়কার হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না৷