TRENDING:

Cannes 2025: এ যেন রাজকীয়তা ও আবেগের এক অপূর্ব মেলবন্ধন, শ্রীদেবীকে শ্রদ্ধা জানিয়ে কান চলচ্চিত্র উৎসবে পা রাখলেন জাহ্নবী; ভাইরাল হল ঈশানের সঙ্গে তাঁর মিষ্টি মুহূর্ত

Last Updated:
Cannes 2025: Ishaan Helps Janhvi With Her Gown: কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ ডেবিউ করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। আর রেড কার্পেটে তাঁর উপস্থিতি যেন হয়ে উঠেছিল রাজকীয়তা এবং আবেগের মিশেল।
advertisement
1/5
শ্রীদেবীকে শ্রদ্ধা জানিয়ে কান উৎসবে পা রাখলেন জাহ্নবী, ভাইরাল ঈশানের সঙ্গে মিষ্টি মুহূর্ত
অবশেষে বহু প্রতীক্ষার অবসান। কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ ডেবিউ করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। আর রেড কার্পেটে তাঁর উপস্থিতি যেন হয়ে উঠেছিল রাজকীয়তা এবং আবেগের মিশেল। আসলে নিজের ছবি হোমবাউন্ড-এর টিমের সঙ্গেই জাহ্নবী এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রেখেছিলেন। আর এই বহু প্রতীক্ষিত ডেবিউয়ের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন তারকা ডিজাইনার তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা পোশাক। ভক্তদের মতে, এভাবেই জাহ্নবী নিজের মা তথা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন।
advertisement
2/5
ডিজাইনার তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা পোশাকে রেড কার্পেটে ধরা পড়ল জাহ্নবীর ঝলমলে উপস্থিতি। এই বিশেষ ডেবিউয়ের জন্য অভিনেত্রী পরেছিলেন একটি স্ট্রাকচার্ড গাউন। আর এই গাউন জুড়ে ফুটে উঠেছিল সূক্ষ্ম ডিটেলিং। যার মধ্যে প্রতিফলন ঘটেছে ভারতীয় রাজকীয়তার। ফ্যাশন পেজ ডায়েট সব্য-র তরফে জানানো হয়েছে যে, জাহ্নবী যেন নিজের মা শ্রীদেবীকে এই লুকের মাধ্যমে মুগ্ধ করেছেন! কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে অভিনেত্রীর সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর ‘হোমবাউন্ড’ ছবির সহ-অভিনেতা ঈশান খট্টর ও বিশাল জেঠওয়া, পরিচালক নীরজ ঘেওয়ান এবং প্রযোজক করণ জোহরও। (Photo Courtesy: Janhvi Kapoor/Instagram)
advertisement
3/5
রেড কার্পেটে দুর্ধর্ষ এবং জমকালো গাউনটি দারুণ দেখাচ্ছিল জাহ্নবীকে। তবে বিশাল আকারের এই গাউনটি সামলাতে অবশ্য যথেষ্ট বেগ পেতে হচ্ছিল জাহ্নবীকে। কিন্তু তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সহ-অভিনেতা ঈশান খট্টর। অভিনেত্রী যাতে কোনও অসুবিধা ছাড়াই সাবলীল ভাবে চিত্রশিল্পীদের ক্যামেরায় পোজ দিতে পারেন, তার জন্যই গাউনটি সামলাতে বেশি মিষ্টি করেই সাহায্য করেন ঈশান। আর সেই মিষ্টি মুহূর্তই কানের লাইভ স্ট্রিমে ক্যামেরাবন্দি হয়। যা অবিলম্বে ভক্তদের মন জয় করে নিয়েছিল। ঈশানকে ‘কিউট’ বলে আখ্যা দেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, এই ছোট ছোট বিষয়গুলির উপর তীক্ষ্ণ নজর রাখার কারণে অনেকেই ‘বিবেচক’ বলেও আখ্যা দেন তাঁকে। (Photo: X)
advertisement
4/5
আবার অন্য একটি ভিডিও-য় ধরা পড়েছে রেড কার্পেটের আরও একটি সুন্দর মুহূর্ত। তাতে দেখা যায় যে, সন্তর্পণে সিঁড়ি দিয়ে নেমে আসছেন জাহ্নবী। আর তাঁর হাত ধরে রয়েছেন ঈশান এবং নীরজ। প্রসঙ্গত, নীরজ ঘেওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী, ঈশান এবং বিশাল। কানে ‘Un Certain Regard’ বিভাগে প্রিমিয়ার হবে এই ছবিটির। আর ‘হোমবাউন্ড’ ছবির একজিকিউটিভ প্রযোজক হলে মার্টিন স্করসেজে। তাঁর কারণেই এই ছবিটি আন্তর্জাতিক স্তরে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। (Photo Courtesy: Janhvi Kapoor/Instagram)
advertisement
5/5
সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে ঈশান বলেন যে, “যখন এই প্রজেক্টে মার্টিন স্করসেজে যোগ দিলেন.... আমি জানি না আমি বলতে পারব কি না, আমি ১০ মাস ধরে এই বিষয়টি নিয়ে বসে ছিলাম। আমি একটা কথা গোপন রাখতে পারি।” তিনি আরও বলে চলেন যে, “এটা একটা স্বপ্ন, এটা যেন কল্পনার এক জগৎ। আমি কানের জন্য উচ্ছ্বসিত। আর সব সময়ই আমি নিজের ছবির জন্য সেখানে যেতে চেয়েছি। আর প্রথম নিজের ছবির জন্য যেতে পেরে আমি আপ্লুত।” (Photo Courtesy: Janhvi Kapoor/Instagram)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Cannes 2025: এ যেন রাজকীয়তা ও আবেগের এক অপূর্ব মেলবন্ধন, শ্রীদেবীকে শ্রদ্ধা জানিয়ে কান চলচ্চিত্র উৎসবে পা রাখলেন জাহ্নবী; ভাইরাল হল ঈশানের সঙ্গে তাঁর মিষ্টি মুহূর্ত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল