Childhood Viral Photos: মেঝেতে উপুর হয়ে ক্যামেরায় পোজ! ছবি দেখে বলুন তো কে এই অভিনেত্রী? এখন তিনি 'বলিউডের ক্রাশ'
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Childhood Viral Photos: নস্টালজিয়ায় ফিরে গিয়ে মেঝেতে উপুর হয়ে বসে ছোটবেলার ছবি শেয়ার করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী৷ চিনতে পারলেন তিনি কে?
advertisement
1/6

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি স্টারকিডদের নিয়েও ভক্তদের আগ্রহ সবসময়েই তুঙ্গে । নিজেদের ছোটবেলার ছবি কিংবা ভিডিও হামেশাই শেয়ার করে থাকেন অভিনেতা-অভিনেত্রীরা৷ যা দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ নস্টালজিয়ায় ফিরে গিয়ে মেঝেতে উপুর হয়ে বসে ছোটবেলার ছবি শেয়ার করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী৷ চিনতে পারলেন তিনি কে?
advertisement
2/6
প্রথম দেখাতে অনেক চিনতে পারেননি ছোট্ট মেয়েটিকে৷ তবে বর্তমানে 'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে শিরোনামে উঠে এসেছেন৷
advertisement
3/6
সারা আলি খান তার শৈশবের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে৷ সাদা রঙের ফ্রক পরে চুল বেধে মেঝেতে বসে ক্যামেরায় দিকে তাকিয়ে পোজ দিয়েছেন সারা৷ ছবি পোস্ট করতে না করতেই চরম ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
4/6
সারার ছবির ক্যাপশনও বেশ মজাদার৷ যেখানে লেখা রয়েছে- 'শৈশব থেকে আর্মস্ট্রং, না হলে আমি কিং কং-এর মতো দেখতে' । মেঝেতে বসে থাকা সারার এই ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
advertisement
5/6
২০১৮ সালে কেদারনাথ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারা৷ সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা গিয়েছিল সইফ কন্যা৷ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ একের পর এক ছবি করে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান।
advertisement
6/6
বর্তমানে, সারার ঝুলিতে একগুচ্ছ ছবি রয়েছে৷ অনুরাগ বসু পরিচালিত 'মেট্রো...ইন দিনো', হোমি আদাজানিয়া পরিচালিত 'মার্ডার মুবারক', এবং কানন আইয়ারের 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' ছবিতে দেখা যাবে সারা আলি খানকে।