Guess the Celebrity: লাল মাঙ্কিক্যাপে এই খুদে জাতীয় পুরস্কারজয়ী, ছবিতে বাঙালি পরিচালককে চেনা যায় কি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক বাংলাদেশি অভিনেত্রীর সঙ্গে সুখে সংসার করছেন। প্রথম স্বামীর সঙ্গে সেই অভিনেত্রীর এক মেয়ে রয়েছে। সেই খুদেই এখন বাঙালি পরিচালকের জগৎ।
advertisement
1/6

মাথায় লাল মাঙ্কি ক্যাপ, মুখে এক গাল হাসি। পাশে বাবা। আর এই প্রতিভাধর বালক যেন তাঁরই ছায়া পেয়ে বড় খুশি। চিনতে পারছেন খুদেকে? যদিও কাজটি মোটেও সহজ নয়।
advertisement
2/6
তবে কিছু সূত্র দিলে হয়তো কাজটি খানিক সোজা হয়ে যেতে পারে। বাঙালি পরিচালক বটে। কিন্তু তাঁর কাজ আর বাংলা ইন্ডাস্ট্রিতে বেঁধে নেই। মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন।
advertisement
3/6
এবার পুজোয় তাঁর ছবি মুক্তি পেতে চলেছে। তারই প্রচার চলছে শহরজুড়ে। পঞ্চমীতে ছবি মুক্তির পর বাংলার প্রেক্ষাগৃহ জুড়ে সেই ছবি দেখার ধুম পড়তে চলেছে বলেই আশা করা যায়।
advertisement
4/6
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক বাংলাদেশি অভিনেত্রীর সঙ্গে সুখে সংসার করছেন। প্রথম স্বামীর সঙ্গে সেই অভিনেত্রীর এক মেয়ে রয়েছে। সেই খুদেই এখন বাঙালি পরিচালকের জগৎ।
advertisement
5/6
২০১০ সালে বাংলা ছবিই তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবার চেনা যাচ্ছে তো পরিচালককে?
advertisement
6/6
হ্যাঁ, তিনি সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছোটবেলার দু’টি ছবিতেই তাঁকে চিনতে বেশ বেগ পেতে হয়েছে নেটিজেনদের। তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ‘দশম অবতার’ ছবির জন্য মুখিয়ে রয়েছে বাংলার দর্শক।