Guess the Actress: নায়কের সঙ্গে সুখী দাম্পত্যের নজির গড়েছেন, মঞ্চে শ্যামা-র নাচে মত্ত সেই ছোট্ট মেয়ে, চেনা যায় নায়িকাকে?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Guess the Actress: ১৯৯৯ সাল। মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’ নৃত্যনাট্যে অভিনয় করার ছবি। স্থান দুর্গাবাড়ি। ছোট্ট মেয়েটি মনপ্রাণ দিয়ে অভিনয় করে চলেছে। নাচে মত্ত তার অঙ্গ।
advertisement
1/8

১৯৯৯ সাল। মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’ নৃত্যনাট্যে অভিনয় করার ছবি। স্থান দুর্গাবাড়ি। ছোট্ট মেয়েটি মনপ্রাণ দিয়ে অভিনয় করে চলেছে। নাচে মত্ত তার অঙ্গ।
advertisement
2/8
বিখ্যাত টলি অভিনেত্রীর ছোটবেলার এই ছবি তাঁর প্রথম মঞ্চে ওঠার স্মৃতিবিজড়িত। ছবিতে নায়িকাকে চেনা দায়। কিন্তু আপনি পারলেন কি?
advertisement
3/8
চাকরি করতে করতে হঠাৎ অভিনয়ে আসা। কিন্তু আর ফিরে তাকাতে হয়নি। বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। কেবল জনপ্রিয়তার নিরিখে নয়, অভিনয় দক্ষতায় বছরের পর বছর প্রশংসিত হয়ে আসছেন তিনি।
advertisement
4/8
তিনি অপরাজিতা ঘোষ। অনেকে আজও তাঁকে ‘এখানে আকাশ নীল’-এর হিয়া বলে চেনেন। কেউ কেউ আবার ‘একদিন প্রতিদিন’-এর মোহর ডেকে খুশি হন।
advertisement
5/8
একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অপরাজিতা। এছাড়া ‘বাকিটা ব্যক্তিগত’, ‘ইতি শ্রীকান্ত’, ‘তখন তেইশ’, ‘চলো লেটস গো’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ একাধিক উচ্চপ্রশংসিত ছবির নায়িকা তিনি।
advertisement
6/8
২০১১ সালে অভিেনতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অপরাজিতার। দুই বন্ধুর সংসার শুরু হয় চুটিয়ে। এখন ছেলেকে নিয়ে তাঁদের ছোট্ট পরিবার যেন সুখের আর এক নাম।
advertisement
7/8
অপরাজিতা-ঋত্বিক টলিপাড়ার অন্যতম পাওয়ার কাপল। তাঁদের অভিনয় দক্ষতা, ধ্যান ধারণা, যাপনে মুগ্ধ দর্শকমহল। প্রচারবিমুখ থেকে কাজ দিয়ে মনজয় করেছেন সকলের।
advertisement
8/8
কোভিডের সময়ে দু’বছর বিরতি নেওয়ার পর আবারও তাঁকে পর্দায় দেখা যায়। ‘এক্কা দোক্কা’ সিরিয়াল হোক বা ‘উলট পুরাণ’ ওয়েবসিরিজ, নায়িকার কামব্যাকে আপ্লুত তাঁর ভক্তরা।