Bonny Sengupta Real Name: বনি সেনগুপ্তকে নিয়ে চর্চার অন্ত নেই, কিন্তু অভিনেতার আসল নাম কি জানেন? অনেকেই বলতে পারেননি
- Published by:Rachana Majumder
Last Updated:
পারব না আমি ছাড়তে তোকে, বরবাদ, তোমাকে চাই, রাজা-রানি-রাজি, জিও পাগলা, ডাল বাটি চুরমা (চচ্চড়ি), জতুগৃহের মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি৷
advertisement
1/5

কুন্তল ঘোষের থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকা ইডি-কে ফিরিয়ে দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে যোগসূত্র পাওয়ার পর ইতিমধ্যেই অভিনেতাকে দু' বার জেরা করেছে ইডি৷ তার পরেই বনি সেনগুপ্ত টাকা ফিরিয়ে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর৷ গতকাল রাতেই ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে বনি টাকা ফিরিয়েছেন বলে খবর।
advertisement
2/5
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদের পর থেকেই বনি শিরোনামে রয়েছেন৷ তবে জানলে অবাক হবেন বনি কিন্তু তার আসল নাম নয়৷ তাহলে কী?
advertisement
3/5
তাঁর আসল নাম অনুপ্রিয়৷ বাবা অনুপ, মা পিয়া৷ সেই থেকেই তাঁর এই নাম৷ তবে তিনি কিন্তু বনি নামেই সর্বাধিক জনপ্রিয়৷
advertisement
4/5
বনির দাবি ছিল, ২০১৭ সাল নাগাদ গাড়ি কেনার জন্য তাঁকে এই টাকা দিয়েছিলেন কুন্তল৷ সিনেমায় অভিনয় করার অগ্রিম হিসেবে টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন অভিনেতা৷ পরে কুন্তলের ব্যবস্থাপনায় বিভিন্ন শো এবং অনুষ্ঠানে হাজির হয়ে তিনি নিজের পারিশ্রমিক বাবদ তিনি সেই টাকা মিটিয়েছিলেন বলে দাবি করেছিলেন অভিনেতা৷ গত ৯ মার্চ বনিকে প্রথমবার তলব করেছিল ইডি৷ প্রায় দশ ঘণ্টা ইডি দফতরে জেরা করা হয় তাঁকে৷
advertisement
5/5
পারব না আমি ছাড়তে তোকে, বরবাদ, তোমাকে চাই, রাজা-রানি-রাজি, জিও পাগলা, ডাল বাটি চুরমা (চচ্চড়ি), জতুগৃহের মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি৷