Bengali Film| Bonny-Koushani: সব করো প্রেম করো না, পর্দায় বনি-কৌশানির নতুন চমক!
- Published by:Pooja Basu
Last Updated:
হাসির ছবি সব করো প্রেম করো না৷
advertisement
1/5

*আবার পর্দায় বনি-কৌশানি ম্যাজিক৷ একসঙ্গে সমুদ্র সৈকতে ছুটি কাটিয়ে এসেছেন তাঁরা৷ এবার আবার ছবিতে একসঙ্গে দেখা যাবে টলিউডের এই জনপ্রিয় জুটিকে৷
advertisement
2/5
উত্তর কলকাতার একটি বনেদি বাড়িতে চার ভাইয়ের সাথে বাস করে তাদের আদরের ভাইপো রনি। ছোটবেলা থেকে রনির পরিবার রনিকে প্রেম করতে নিষেধ করে৷ এমনকী বিয়ে করতেও না বলে দেয়৷ প্রেম-বিয়েতে প্রবল আপত্তি তার পরিবারের৷
advertisement
3/5
*রনি বড়ো হতে থাকে তার পরিবারের কথা ও নিয়ম অনুযায়ী। কড়া শাসনের মধ্যে৷ রনি সবসময় সব মেয়েকে প্রচন্ড ভয় পায় এমনকী তার অফিসের কোনও মেয়ে যদি রনির সাথে কথা বলতে আসে তাহলে রনি খুব ভয় পেয়ে যায়৷ এবং ওই পরিস্থিতি থেকে ছুটে পালানোর চেষ্টা করে।
advertisement
4/5
*ঈশা নামের একটি মেয়ে যে রনির সাথে একই অফিসে চাকরি করে৷ অফিসের কাজের ক্ষেত্রে দুজনের মধ্যে একটা পরিস্থিতির সৃষ্টি হয় যা থেকে রনি পালিয়ে বাঁচতে চায়। ঈশা ভাবে ছেলেটা মেয়ে দেখলে এরকম কেন করে? এইভাবে অনেকরকম হাসির আর গম্ভীর পরিস্থিতি ঘটতে থাকে ছবি জুড়ে৷
advertisement
5/5
*ছবির নাম সব করো প্রেম করো না৷ পরিচালক দেবরাজ সিনহা৷ পান্ডে মোশন পিকচার্স এবং দানাওস প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি৷ বনি, কৌশানি ছাড়াও ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু৷ ছবির চিত্রনাট্য লিখেছেন দেবার্ঘ্য মুখোপাধ্যায়৷ সুর দিচ্ছেন অমিত ইশান, অদিতি বোস৷