Dev Kohli Passed Away: বাজিগর, ম্যায়নে প্যায়ার কিয়া-সহ ১০০ সুপারহিট ছবির গীতিকার দেব কোহলি প্রয়াত, শোকের ছায়া বলিউডে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Dev Kohli Passed Away: শাহরুখ থেকে সলমনের মত সুপারস্টারের জন্য গান লিখেছেন দেব কোহলি
advertisement
1/13

বলিউডের জনপ্রিয় গীতিকার দেব কোহলি প্রয়াত ৷ প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর ৷ জানতে পারা গিয়েছে বাধক্যজনিত কারণেই প্রয়াণ হয়েছে দেব কোহলির ৷ ফাইল ছবি ৷
advertisement
2/13
প্রায় ২-৩ মাস ধরে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
3/13
তবে চিকিৎসা ভাল ভাবে চললেও চিকিৎসকেরা তাঁর সেরে ওঠার বিষয়ে বিশেষ ভাবে আশাবাদী ছিলেন না এককথায় তাঁরা উত্তরও দিয়ে দিয়েছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
4/13
১০ দিন আগেই বাড়ি ফিরেছিলেন দেব কোহলি সাহেব ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া সমগ্র বলিউড ইন্ডাস্ট্রিতে ৷ ফাইল ছবি ৷
advertisement
5/13
১০০টিরও বেশি হিন্দি ছায়াছবির জন্য গান লিখেছিলেন দেব কোহলি ৷ উল্লেখযোগ্য ছিলগুলি হল লাল পাত্থর, ম্যায়নে প্যায়ার কিয়া, হাম আপকে হ্যায় কউন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/13
বাজিগর, জুডুয়া, মুসাফির, ট্যাক্সি নম্বর ৯১২২ সুপারহিট গান লিখেছেন দেব কোহলি ৷ ফাইল ছবি ৷
advertisement
7/13
বলিউড সুপারস্টার সলমন খানের সুপারহিট ছবি ম্যায়নে প্যায়ার কিয়ার কবুতর যা যা, আজা শাম হোনে আই, আতে যাতে হাসতে গাতে-র মত সুপারহিট গান লিখেছেন দেব কোহলি ৷ ফাইল ছবি ৷
advertisement
8/13
এছাড়াও গীত গাতা হুঁ ম্যায় (লাল পাত্থর), ইয়ে কালি কালি আঁখে (বাজিগর), চলতি হ্যায় কেয়া নও সে বারা (জুডুয়া ২), সাকি সাকি-র মত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
9/13
দেব কোহলি তাঁর ফিল্মি কেরিয়ারে অনু মালিক, আনন্দ মিলিন্দ, আনন্দ রাজ আনন্দের মত সুরকারের সঙ্গে কাজ করেছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
10/13
তিনি কেরিয়ার শুরু করেছিলেন বাপ্পি লাহিড়ির সঙ্গেই প্রায় ৷ ফাইল ছবি ৷
advertisement
11/13
তাঁর লেখা জনপ্রিয় গানগুলির মধ্যে হাম সাথ সাথ হ্যায় ছবিও রয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
12/13
দেব কোহলিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মুম্বইয়ের বাসভবনের দুপুর ২.০০ পর্যন্ত পার্থিব শরীর শায়িত থাকবে ৷ ফাইল ছবি ৷
advertisement
13/13
আজই মুম্বইয়েই শেষকৃত্য সম্পন্ন হবে ৷ কবি তথা গীতিকার দেব কোহলির মৃত্যুতে বলিউডের অপার ক্ষতি হল তা বলাই বাহুল্য ৷ ফাইল ছবি ৷