Bollywood's Richest Family: শাহরুখ, সলমন, আমির সবাই ফেল! এটি বলিউডের সবচেয়ে ধনী পরিবার, পরিবারে নেই একজনও সুপাস্টার, কত কোটির সম্পত্তি জানেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bollywood's Richest Family: দেশের ধনী তারকাদের কথা ভাবলে বসলে প্রথমেই মনে আসে শাহরুখ খান, সলমন খান, আমির খান, অমিতাভ বচ্চনদের নাম। বলিউডে অতি প্রভাবশালী কাপুর পরিবারও যথেষ্ট ধনী পরিবার। কিন্তু এঁদের মধ্যে কারও পরিবারই সবচেয়ে ধনী পরিবারের তালিকায় আসে না।
advertisement
1/8

বলিউডে রাজ করছে কোন কোন পরিবার? প্রশ্ন শুনলেই মনে আসবে কাপুর পরিবার, চোপড়া কিংবা বচ্চনদের কথা। কিন্তু জানলে কি বলিউডে সবচেয়ে ধনী পরিবার কারা? জানলে অবাক হবেন এই পরিবারের কেউই কিন্তু সুপারস্টার নয়।
advertisement
2/8
দেশের ধনী তারকাদের কথা ভাবলে বসলে প্রথমেই মনে আসে শাহরুখ খান, সলমন খান, আমির খান, অমিতাভ বচ্চনদের নাম। বলিউডে অতি প্রভাবশালী কাপুর পরিবারও যথেষ্ট ধনী পরিবার। কিন্তু এঁদের মধ্যে কারও পরিবারই সবচেয়ে ধনী পরিবারের তালিকায় আসে না।
advertisement
3/8
আবার বলিউডে ধনী এবং প্রভাবশালী পরিবারের কথা বলে যশ চোপড়ার পরিবাররে কথাও বলতে হয়। যশ রাজ ফিল্মসের প্রতিষ্ঠাতা যশ চোপড়ার পুত্র আদিত্য চোপড়া পরিচালনার সঙ্গেও যুক্ত।
advertisement
4/8
বলিউডের সবচেয়ে ধনী পরিবারের তালিকায় যে পরিবার সর্বোচ্চ স্থান দখন করছে সেই পরিবারে কেউ সুপারস্টার নয়। এই পরিবারের আয় জানলে চোখ কপালে উঠবে।
advertisement
5/8
বলিউডের সবচেয়ে ধনী পরিবার হল কুমার পরিবার। যাঁরা টি-সিরিজ গ্রুপ অফ কোম্পানির মালিক। 'হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অফ ২০২২'-এ, ভূষণ কুমার এবং তার পরিবারকে বলিউডের সবচেয়ে ধনী পরিবার বলে উল্লেখ্য করা হয়েছে৷
advertisement
6/8
টি-সিরিজ কোম্পানির প্রতিষ্ঠাতা গুলশান কুমারের ছেলে ভূষণ কুমার এখন পরিবারের প্রধান। ভূষণ কুমারের কাকা এবং অভিনেতা কৃষ্ণ কুমার তাকে ব্যবসা পরিচালনায় সাহায্য করেন।
advertisement
7/8
রিপোর্ট অনুযায়ী, ভূষণ কুমার এবং তার পরিবারের মোট সম্পদ প্রায় ১০ হাজার কোটি টাকা৷ ভূষণ কুমারের বোন খুশিলী একজন অভিনেত্রী, তার অন্য বোন তুলসী একজন বিখ্যাত গায়িকা। দুই বোন ছাড়াও তার স্ত্রী দিব্যা খোসলা কুমারেরও ব্যবসায় অংশীদারিত্ব রয়েছে।
advertisement
8/8
কুমার পরিবারের সম্পত্তির পরিমাণ বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান, সলমান খান এবং আমির খানের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি। মিডিয়া রিপোর্ট অনুসারে, শাহরুখ খান হলেন সবচেয়ে ধনী ভারতীয় অভিনেতা, তাঁর মোট সম্পদ প্রায় ৫০০০ কোটি টাকা।