TRENDING:

মায়ের পুরনো শড়িতেই বিয়ে সেরেছিলেন ইয়ামি, ব্রাইডাল মেকআপও করেছিলেন নিজের হাতে

Last Updated:
যেখানে তারকাদের বিযের শাড়ি কোটি টাকা খরচ করে তৈরি হয়, সেখানে পুরনো শাড়িতেই সন্তুষ্ট ইয়ামি (Yami Gautam)। এমনকি ব্রাইডাল সাজের জন্য কোনও মেকআপ আর্টিষ্টও বুক করেনি নায়িকা ।
advertisement
1/7
মায়ের পুরনো শড়িতেই বিয়ে সেরেছিলেন ইয়ামি, ব্রাইডাল মেকআপও করেছিলেন নিজের হাতে
• লকডাউনের মধ্যেই চারহাত এক করে ফেললেন বলিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম (Yami Gautam)। পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) সঙ্গে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সেরেছেন তাঁরা। গত ৪ জুন হিমাচল প্রদেশের মান্ডিতে নায়িকার ফার্ম হাউজে এই বিয়ের আসর বসেছিল । নিজের বিয়ের একটি ছবি ইয়ামি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে হাটে হাঁড়ি ভাঙেন। ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
2/7
• ইয়ামির বিয়ের খবরে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছিল তাঁর ভক্তমহলে। এ বিয়ের ব্যাপারে বিন্দুমাত্র খবর ছিল না কোনও সংবাদ মাধ্যমে । হঠাৎই গত শুক্রবার বিয়ের সাবেকি সাজে, মেরুন রঙা শাড়ি ও সোনার গয়নায় সেজে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ধরা দেন ইয়ামি। আদিত্যকে দেখা যায় সাদা শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে। সোশ্যাল মিডিয়ায় ইয়ামির ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে সে গুলি। ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
3/7
• নিজের বিয়েতে নাকি মায়ের বিয়ের শাড়িই বেছে নিয়েছিলেন ইয়ামি । পুরনো হলেও সেই শাড়ির কদরই আলাদা । তা ছাড়া ইয়ামি খুবই ঘরোয়া আর বাহুল্যবর্জিত । সাদামাটা থাকতেই তিনি পছন্দ করেন । যেখানে তারকাদের বিযের শাড়ি কোটি টাকা খরচ করে তৈরি হয়, সেখানে পুরনো শাড়িতেই সন্তুষ্ট ইয়ামি । এমনকি ব্রাইডাল সাজের জন্য কোনও মেকআপ আর্টিষ্টও বুক করেনি নায়িকা । আদিত্যর জন্য নিজের হাতেই ছিমছাম ব্রাইডাল মেকআপ করেছিলেন তিনি । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
4/7
• ইয়ামির বিয়ের ওয়েডিং প্ল্যানার গীতেশ শর্মা জানাচ্ছেন, হাতে মাত্র দু’দিন পেয়েছিলেন তিনি । ইয়ামির বাবা তাঁকে মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠানের মাত্র একদিন আগে ফোন করে বিয়ের যাবতীয় দায়িত্ব দিয়েছিলেন । গৌতম পরিবারের কুল-পুরোহিত এসেছিলেন এই বিয়ে দিতে । কিন্তু বিয়ের ব্যাপারে কাকপক্ষীকেও টের পায়নি । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
5/7
• গীতেশ আরও জানিয়েছেন, ‘ইয়ামি আর আদিত্য এ রকম ভাবেই বিয়ে করতে চেয়েছিলেন । ‘লার্জার দ্যান লাইফ’ কনপেস্টে তাঁরা বিশ্বাসী নন । তাই নিজেদের দেশের বাড়িতে এসে খুব ছোট করে, ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে নিয়ে রীতি, পরম্পরা মেনেই বিয়ে করেছেন তাঁরা ।
advertisement
6/7
• দেবদারু গাছের সামনে তাঁদের বিয়ের মঞ্চ প্রস্তুত করা হয়েছিল । থিম রং ছিল সাদা আর গোল্ডেন । ছাদনাতলা সেজে উঠেছিল গাঁদা ফুল আর কলাপাতায় । বিয়ের শেষে সন্ধেয় ছিল ছোট্ট একটি রিসেপশন পার্টি । মেহেন্দি আর হলদির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বাড়িতেই । মান্ডি ধামের মধ্যাহ্নভোজে ছিল প্রথাগত খাবারদাবার । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
7/7
• এক নম্বর নায়িকা হওয়ার প্রথাগত দৌড়ে কোনওদিন ছিলেন না ৷ তবে ইয়ামির জনপ্রিয়তায় কোনওদিন ভাটা পড়েনি ৷ ইয়ামির হাতে এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে । ‘ভূত পুলিশ’-এ দেখা যাবে নায়িকাকে । রয়েছে ‘অ্যা থার্সডে’, ‘দসভি’-র মতো ছবির কাজও । অন্যদিকে প্রথম পরিচালনায় চমকে দেওয়া আদিত্য ব্যস্ত ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ছবি নিয়ে ৷ ছবি- ইনস্টাগ্রাম ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
মায়ের পুরনো শড়িতেই বিয়ে সেরেছিলেন ইয়ামি, ব্রাইডাল মেকআপও করেছিলেন নিজের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল