জাহ্নবীর সর্বক্ষণের সঙ্গী একটি গোলপি জলের বোতল, দাম শুনলে চমকে যাবেন--
Last Updated:
advertisement
1/4

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কে না জানতে চায়? শ্রীদেবী কন্যা ও এই প্রজন্মর হার্টথ্রব 'ধড়ক' নায়িকা জাহ্নবী কাপুরকে নিয়েও আসমুদ্র হিমাচলের কৌতূহল তুঙ্গে!
advertisement
2/4
স্টারেরা কী খান? কী পরেন? কী ভালবাসেন? কী দেখলে চটে যান ?... তাঁদের জীবনের প্রতিটা বিষয় নিয়েই চলতে থাকে চর্চা! ইদানীং জল্পনা কল্পনার তুঙ্গে জাহ্নবীর হাতে থাকা একটি গোলাপি রঙের জলের বোতল।
advertisement
3/4
কোনও ইভেন্টে বা প্রোমোশনে যান, কিংবা শুটিং বা জিম...নায়িকার সর্বক্ষণের সঙ্গী এই বোতল। একমুহূর্ত হাতছাড়া করেন না! কিন্তু জানেন কি, আপাত সাধারণ দেখতে এই জলের বোতলটার দাম কত?
advertisement
4/4
গোলাপি রঙের, গ্লিটারিং জলের বোতলটার দাম শুনলে চোখ কপালে উঠবে! যেখানে জলের বোতলের দম বড়জোর ২০০ কী ৩০০ টাকা হয়, সেখানে জাহ্নবীর এই বিশেষ বোতলের দাম ৩,২২৫ টাকা। তারকা বলে কথা!