Bollywood: টাফিকে মনে আছে? সলমান-মাধুরীর 'হাম আপকে হ্যায় কৌন' ছবির সেই সাদা কুকুরটা এখন কোথায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bollywood Tuffy Dog: বলিউড কাঁপিয়ে দিয়েছিল সলমান খান ও মাধুরী দীক্ষিতের 'হাম আপকে হ্যায় কৌন' ছবিটি। সেই ছবিতে বড় বড় তারকা অভিনেতাদের সঙ্গে নজর কেড়েছিল স্পিচ প্রজাতির সাদা একটি কুকুর টাফিও।
advertisement
1/10

১৯৯৪ সালে বলিউড কাঁপিয়ে দিয়েছিল সলমান খান ও মাধুরী দীক্ষিতের 'হাম আপকে হ্যায় কৌন' ছবিটি। সেই ছবিতে বড় বড় তারকা অভিনেতাদের সঙ্গে নজর কেড়েছিল স্পিচ প্রজাতির সাদা একটি কুকুর টাফিও।
advertisement
2/10
সুরাজ বরজাতিয়ার পরিচালনায় এই ছবি আজও দর্শকের মনে সমান জনপ্রিয়। ছবির গানগুলিও ব্যাপক হিট।
advertisement
3/10
যে কোনও বিয়ের অনুষ্ঠানে দিদি তেরা দেবার দিওয়ানা গান এখনও না হলে যেন সেই বিয়ে পূর্ণই হয় না।
advertisement
4/10
সলমানের চরিত্রের নাম প্রেম ও মাধুরীর চরিত্রের নাম নিশা। এই ছবি বলিউডের ইতিহাসে এক কালজয়ী সৃষ্টি বলাই বাহুল্য।
advertisement
5/10
পারিবারিক এই ছবিতে বিশেষ নজর কেড়েছিল যে কুকুরটি তার নাম ছিল টাফি। সে না থাকলে সিনেমার ক্লাইম্যাক্স হয়তো হাতছাড়াই থেকে যেত।
advertisement
6/10
প্রেম সলমান, নিশা মাধুরীকে আর ফিরেই পেতেন না। বাড়ির পোষ্য হিসেবে টাফিকে গোটা সিনেমায় জায়গা দিয়েছেন পরিচালক।
advertisement
7/10
কখনও গানের দৃশ্যে, কখনও গাড়ি চড়ে যাওয়ার সময়, কখনও আবার ক্রিকেট ম্যাচের আম্পায়ার হিসেবে।
advertisement
8/10
১৯৯৪ সালের সেই ছবির কুকুরটি এখন কোথায় আছে জানেন? কুকুরটি আসল নাম কী ছিল তা কি জানেন? আসুন আপনাকে দারুণ দুই রহস্যের সমাধান দেওয়া যাক।
advertisement
9/10
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির সেটে অমিতাভ বচ্চনের সামনে বসে মাধুরী দীক্ষিত জানিয়েছেন টাফির বিষয়ে। তিনি জানান, সিনেমার শ্যুটিং শেষ হওয়ার পর রেডো অর্থাৎ সিনেমার টাফিকে মাধুরী দত্তক নিয়েছিলেন।
advertisement
10/10
বহুদিন মাধুরীর কাছেই ছিল টাফি। ২০০০ সালে ১২ বছর বয়সে মৃত্যু হয় টাফির। তবে ভারতীয় চলচ্চিত্রের দর্শকের কাছে চিরকাল বেঁচে থাকবে আদুরে টাফির কাণ্ডকারখানা।