Bollywood Gossip: ‘রাজ পরিবারের বধূ হয়ে এমন পোশাক...?,’ খোলামেলা পোশাকে যখন তুমুল শোরগোল ফেলে দিয়েছিলেন মুনমুন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
১৯৫৪ সালে কলকাতায় জন্মগ্রহণ। মা সুচিত্রা সেনকে দেখেই মূলত সিনেমার প্রতি আকর্ষণ। প্রথমে শিলং এবং পরে কলকাতায় পড়াশোনা৷ তারপরে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন।
advertisement
1/8

আজকাল তো বলিউডের অভিনেত্রীদের ক্ষেত্রে খোলামেলা পোশাক পরা অত্যন্ত সাধারণ ব্যাপার৷ কিন্তু, বলিউডে এমন একটা সময় ছিল, যখন শাড়ি অথবা সালোয়ার কামিজ ছাড়া সিনেমার পর্দায় অন্য কোনও খোলামেলা পোশাকে কোনও অভিনেত্রীকে দেখা গেলেই তাঁর দিকে বাঁকা দৃষ্টিতে তাকাত মানুষ৷ এমনকি, এতে পাবলিক ইমেজও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকত৷
advertisement
2/8
কিন্তু, এমন পরিস্থিতিতেও সাহসী পোশাকে সিনেমার পর্দায় হাজির হওয়ার সাহস দেখিয়েছিলেন এক বঙ্গতনয়া৷ তিনি আর কেউ নন, মুনমুন সেন৷
advertisement
3/8
১৯৫৪ সালে কলকাতায় জন্মগ্রহণ। মা সুচিত্রা সেনকে দেখেই মূলত সিনেমার প্রতি আকর্ষণ। প্রথমে শিলং এবং পরে কলকাতায় পড়াশোনা৷ তারপরে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন।
advertisement
4/8
মাকে দেখেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মেছিল মুনমুন সেনের। এছাড়াও, মুনমুন ছবি আঁকতেও খুব পছন্দ করেন৷ বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের কাছ থেকে আঁকা শিখেছিলেন একসময়ে।
advertisement
5/8
১৯৭৮ সালে, রাজ পরিবারের সদস্য দেব ভার্মাকে বিয়ে করেন মুনমুন। জেনে অবাক হবেন, বিয়ের পরেই কিন্তু সিনেমায় অভিনয় করতে শুরু করেন তিনি। তবে, তাঁর প্রথম হিন্দি ছবি খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি৷ তবে সেই সিনেমার একটি দৃশ্য নিয়ে সে সময় তুমুল চর্চা হয়েছিল।
advertisement
6/8
'অন্দর বাহার' সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন মুনমুন সেন। আর মুনমুন তাঁর প্রথম ছবিতেই এমন পোশাক পরেছিলেন, যা সে সময়ের তুলনায় ছিল যথেষ্ট সাহসী৷
advertisement
7/8
তাঁর সামনে তাঁরই সিনেমার দুই নায়ক অনিল কাপুর এবং জ্যাকি শ্রফ রীতিমতো ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন। এক ঝটকায় জিনাত আমান থেকে পারভিন বাবির মতো সেই যুগের গ্ল্যামারাস অভিনেত্রীদের স্টারডমকে বিপন্ন করে তুলেছিলেন মুনমুন।
advertisement
8/8
আসলে 'অন্দর বাহার' ছবিতে একটি দৃশ্যে বিকিনি পরেছিলেন মুনমুন। যার জেরে সর্বত্র হৈচৈ পড়ে যায় সে সময়। অনেকেই বলতে শুরু করেন, রাজ পরিবারের বধূ হয়ে এ কী পোশাক পরেছেন মুনমুন! কিন্তু, তাঁর সৌন্দর্য, আত্মবিশ্বাস, আবেদন এবং অভিনয়ের সামনে টিকতে পারেনি কোনও সমালোচনাই৷