TRENDING:

Amitabh Bachchan: বফর্স কেলেঙ্কারিতে জড়িয়েছিল নাম! কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে অমিতাভের ডুবন্ত কেরিয়ার বাঁচিয়েছিলেন এই পরিচালক

Last Updated:
বরাবরই যে চরিত্র অমিতাভ বচ্চন পর্দায় ফুটিয়ে তুলেছেন, সেই চরিত্রেই যেন প্রাণ ঢেলে দিয়েছেন তিনি। অথচ এত খ্যাতি এত সাফল্যের মাঝেও কিন্তু একটা সময় চরম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল বর্ষীয়ান এই অভিনেতাকে।
advertisement
1/6
বফর্স কেলেঙ্কারিতে জড়িয়েছিল নাম! কঠিন সময়ে অমিতাভের পাশে দাঁড়িয়েছিলেন কে?
সেই সত্তরের দশক থেকে এখনও পর্যন্ত সমান দক্ষতায় বলিউডে রাজত্ব চালিয়ে যাচ্ছেন তিনি। এখনও ভক্তরা তাঁর একটা মাত্র ঝলক পাওয়ার জন্য হা-পিত্যেশ করে থাকেন। আশি বছর বয়সে এসেও ফিট তিনি। সকলেই হয়তো বুঝে গিয়েছেন কোন অভিনেতার কথা এখানে বলা হচ্ছে। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের।
advertisement
2/6
বরাবরই যে চরিত্র তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন, সেই চরিত্রেই যেন প্রাণ ঢেলে দিয়েছেন তিনি। অথচ এত খ্যাতি এত সাফল্যের মাঝেও কিন্তু একটা সময় চরম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল বর্ষীয়ান এই অভিনেতাকে। সেই সময় প্রচুর সংঘর্ষ করতে হয়েছিল তাঁকে। আসলে বফর্স কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গিয়েছিল অমিতাভের। ফলে কেউ কেউ তাঁকে অপরাধীও ভাবতে শুরু করেছিলেন। এমনকী সকলেই তাঁর থেকে দূরত্ব বজায় রাখতেও শুরু করে দিয়েছিলেন।
advertisement
3/6
এর আগে অবশ্য ছবি প্রযোজনার কাজ করেছিলেন তিনি। আর তাঁর পরিচালিত প্রথম ছবিই অমিতাভের ডুবন্ত কেরিয়ারকে বাঁচিয়ে দিয়েছিল। যদিও বিষয়টা অতটাও সহজ ছিল না। কারণ অমিতাভকে নেওয়ার জেরে নানা হুমকির মুখে পড়েতে হয়েছিল তাঁকে। কিন্তু তাতে দমে যাননি কে সি বোকাডিয়া। আর ছবিটি মুক্তি পাওয়ার পরেই হয় কামাল। বক্স অফিসে চূড়ান্ত সাফল্য পায় ‘আজ কা অর্জুন’।
advertisement
4/6
ফিল্ম ডিস্ট্রিবিউটররা তো তাঁর ছবি নিতেও অস্বীকার করেছিলেন। ফলে সব মিলিয়ে ব্যাপক প্রভাব পড়েছিল অমিতাভের কেরিয়ারের উপর। তবে এই প্রতিকূল পরিস্থিতিতে এক জন কিন্তু সব সময় তাঁর পাশে ছিলেন। আর সেই ব্যক্তি হলেন পরিচালক কে সি বোকাডিয়া। খারাপ সময়ে অমিতাভের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি।
advertisement
5/6
প্রায় ৩৩ বছর আগে ১৯৯০ সালে ‘আজ কা অর্জুন’ ছবিতে তিনি নিয়েছিলেন অমিতাভকে। ওই ছবিতে অমিতাভের পাশাপাশি মুখ্য ভূমিকায় ছিলেন জয়া প্রদা, রাধিকা, সুরেশ ওবেরয়, কিরণ কুমার, অমরীশ পুরি, ঋষভ শুক্লার মতো তারকারাও। আর এই ছবি পরিচালনার মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন কে সি বোকাডিয়া।
advertisement
6/6
বক্স অফিস কালেকশনের নিরিখে এ’টি ছিল ১৯৯০ সালের চতুর্থ সেরা ছবি। যা বক্স অফিসে ১৩ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছিল। আসলে অনেকে মনে করেন যে, ১৯৮৭ সালে অমিতাভ বফর্স কেলেঙ্কারিতে ক্লিনচিট পাওয়ার পরেই যেহেতু এই ছবিটি মুক্তি পেয়েছিল, তাই তার থেকে দুর্দান্ত সুবিধা পেয়েছিলেন অভিনেতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Amitabh Bachchan: বফর্স কেলেঙ্কারিতে জড়িয়েছিল নাম! কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে অমিতাভের ডুবন্ত কেরিয়ার বাঁচিয়েছিলেন এই পরিচালক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল