TRENDING:

Bollywood:খাবার জুটত না,মা কম্বল সেলাই করতেন,পাওনাদারদের গালি,বলিউডের এই সুপারহিট তারকাকে জন্মই দিতে চাননি মা

Last Updated:
শুরুটা এরকম ছিল না। একটা সময় ছিল যখন অভাবের সংসারে খাওয়া জুটত না! রাতের পর রাত কাঁদতেন নিজের 'মোটা' চেহারার জন্য। স্কুলে বন্ধুরা ঠাট্টা ইয়ার্কি করত। চোখে জল চলে আসত
advertisement
1/14
খাবার জুটত না,পাওনাদারদের গালি,বলিউডের এই সুপারহিট তারকাকে জন্মই দিতে চাননি মা
আজ তিনি খ্যাতির শীর্ষে। প্রতিটা বাড়িতে তাঁর ফ্যান-ফলোয়ার। তাঁকে একঝলক দেখার জন্য সবার কত না প্রতীক্ষা। কিন্তু শুরুটা এরকম ছিল না। একটা সময় ছিল যখন অভাবের সংসারে খাওয়া জুটত না! রাতের পর রাত কাঁদতেন নিজের 'মোটা' চেহারার জন্য। স্কুলে বন্ধুরা ঠাট্টা ইয়ার্কি করত। চোখে জল চলে আসত।
advertisement
2/14
কিন্তু তিনি ভেঙে পড়েননি। দেখিয়ে দিয়েছেন, তথাকথিত সুন্দরী না হয়েও নজর কাড়া যায় দর্শকদের। আজ তিনি মঞ্চে উঠলেই দর্শাকসনে উত্তেজনা বাঁধ ভাঙে। তিনি দেখিয়ে দিয়েছেন, এক জন মহিলা কৌতুকশিল্পীও জনপ্রিয় হতে পারেন স্ট্যান্ড আপ কমেডির মঞ্চে। কার কথা হচ্ছে বলুন তো?
advertisement
3/14
কথা হচ্ছে জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং-এর। জন্ম অমৃতসরে, ১৯৮৪ সালের ৩ জুলাই। তাঁর বাবা ছিলেন নেপালের বাসিন্দা। মা ছিলেন পঞ্জাবি। ভারতীর মাত্র ২ বছর বয়সে বাবা মারা যান।
advertisement
4/14
কথা হচ্ছে জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং-এর। জন্ম অমৃতসরে, ১৯৮৪ সালের ৩ জুলাই। তাঁর বাবা ছিলেন নেপালের বাসিন্দা। মা ছিলেন পঞ্জাবি। ভারতীর মাত্র ২ বছর বয়সে বাবা মারা যান।
advertisement
5/14
একটি সাক্ষাৎকারে ভারতী জানান, শৈশবে বাবার স্মৃতি বলতে তাঁর শুধু মনে আছে, বাড়িতে পাওনাদারদের হামলা। তাঁরা দাবি করতেন, তাঁদের সকলের কাছে টাকা ধার করে গিয়েছেন ভারতীর প্রয়াত বাবা।
advertisement
6/14
নিদারুণ দারিদ্রে কেটেছে ভারতী সিং-এর শৈশব। মাত্র ২২ বছর বয়সে স্বামীকে হারিয়েছেন ভারতীর মা। ঘরে তাঁর দুই মেয়ে এবং এক ছেলে। নুন আনতে পান্তা ফোরানো অবস্থা। দিনরাত বাড়িতে হামলা করত পাওনাদারেরা। টাকা দিতে না পারায় শুনতে হত অশ্রাব্য গালিগালাজ। এক সাক্ষাৎকারে ভারতী দাবি করেন, তিনি ছিলেন তাঁর পরিবারে ‘অবাঞ্ছিত সন্তান’। ভারতী যখন গর্ভে, তাঁর মা নাকি চেষ্টা করেছিলেন সন্তানের জন্ম রোধ করতে। কিন্তু শেষ পর্যন্ত পারেননি।
advertisement
7/14
দিনের পর দিন না খেয়ে থেকেছেন ভারতী সিং। মা কম্বলের কারখানায় কাজ করতেন, বাড়তি টাকার জন্য সারারাত কম্বল সেলাই করতেন। ভারতী কিন্তু তিরন্দাজি এবং রাইফেল শ্যুটিংয়ের মতো স্পোর্টসে তুখড়। রাজ্য এবং জাতীয় স্তরে এই দুই খেলায় স্কুলের হয়ে প্রতিনিধিত্বও করেছেন।
advertisement
8/14
কলেজের নাটকে ভারতীর অভিনয়ে খুশি হয়েছিলেন কপিল। তাঁকে তাঁদের নাটকের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন। সপ্তাহে দু’টি শো, শো পিছু পারিশ্রমিক ছিল ২৫০ টাকা। পারিশ্রমিকের কথা ভেবে রাজি হয়ে যান ভারতী।
advertisement
9/14
ধীরে ধীরে থিয়েটারই হয়ে ওঠে ভারতীর জীবন। এর পর কপিল শর্মার কথায় তিনি ‘লাফটার চ্যালেঞ্জ’-এ অংশ নিতে অডিশন দিতে যান।
advertisement
10/14
অডিশনের দু’সপ্তাহ পরে ভারতীর কাছে ফোন এল তিনি অডিশনে পাশ করেছেন। সঙ্গে এল মুম্বই যাওয়ার বিমানের টিকিট। সেই প্রথম মায়ের সঙ্গে বিমানে উঠলেন ভারতী। তার আগে বাসে ওঠাও তাঁদের কাছে লাক্সারি ছিল।
advertisement
11/14
‘লাফটার শো’-এ ভারতী তৃতীয় হন। পুরস্কার হিসাবে বাড়িতে এসেছিল বড় একটা টিভি। যে বাড়িতে দু’বেলা খাবার জোটেনা, সেই বাড়িতে অতবড় টিভি দেখে চোখ ছানাবড়া প্রতিবেশীদের। এবার টিভি তো এল, কিন্তু কেবল কানেকশন নেওয়ার টাকা ছিলনা।
advertisement
12/14
কিন্তু ভাগ্য সহায় হল ভারতীর। ফের ফোন এল। এ বার একটি অলঙ্কার বিপণির হয়ে স্ট্যান্ড আপ শো করলেন ভারতী। পারিশ্রমিক পেলেন ১৫ লক্ষ টাকা। এত টাকা জীবনে কোনওদিন কল্পনাই করেননি ভারতী। পাওনাদারদের সব টাকা শোধ করেছিলেন।
advertisement
13/14
ভারতী এর পর অংশ নিলেন ‘কমেডি সার্কাস’-এ। ক্রমশ টেলিভিশনে সঞ্চালনা এবং কৌতুকশিল্পী হিসেবে তিনি জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন।
advertisement
14/14
ভারতী এর পর অংশ নিলেন ‘কমেডি সার্কাস’-এ। ক্রমশ টেলিভিশনে সঞ্চালনা এবং কৌতুকশিল্পী হিসেবে তিনি জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood:খাবার জুটত না,মা কম্বল সেলাই করতেন,পাওনাদারদের গালি,বলিউডের এই সুপারহিট তারকাকে জন্মই দিতে চাননি মা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল