advertisement
1/7

মিলিন্দ সোমান ও অঙ্কিতা কোনওয়ারের বয়সের পার্থক্য অনেকটা। ২৬ বছরের মেয়েকে বিয়ে করবেন ৫২ বছরের মিলিন্দ। অনেকেই এই বিয়ে নিয়ে তুলেছিলেন নানা প্রশ্ন। কারও কথা পাত্তা না দিয়ে বিয়ে করেছেন এই জুটি। photo source collected
advertisement
2/7
তারপর থেকে তাঁদের দুজনের প্রেমে নেই কোনও বাধা । সুখে শান্তিতে জমিয়ে প্রেম করছেন তাঁরা। photo source collected
advertisement
3/7
এবার এই জুটি উড়ে গেলেন 'বালি'তে। photo source collected
advertisement
4/7
সেখানে গিয়ে জমিয়ে প্রেম করলেন তাঁরা। অঙ্কিতাকে কোলে তুলে নিলেন মিলিন্দ। photo source collected
advertisement
5/7
দুজনে মিলে স্কুবা ডাইভিং করলেন। photo source collected
advertisement
6/7
অঙ্কিতা ও মিলিন্দের দেখা হয়েছিল দৌড়ের মাঠে। ২০১৫তে গুয়াহাটিতে আয়োজিত ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে মিলিন্দ সোমনের সঙ্গে অংশ নিয়েছিলেন অঙ্কিতাও। সেখান থেকেই তাঁদের আলাপ ও প্রেম। এমনকি অঙ্কিতার মা-ও মিলিন্দ সোমানের থেকে বয়সে ছোট। তবে বয়সে আর কি যায় আসে। বালিতে গিয়ে অঙ্কিতাকে কোলে তুলে নিলেন মিলিন্দ। photo source collected
advertisement
7/7
বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে চ্যালেঞ্জ করে বসলেন মিলিন্দ। তারপর গোটা হোটেলের রেলিং বেয়ে হেঁটে বেড়ালেন তিনি। তাঁর এই কান্ডে অবাক গোটা নেট দুনিয়া। photo source collected