বিদায় জগদীপ... ‘শোলে’র সুরমা ভোপালির সেই অবিস্মরণীয় চরিত্র মনে থেকে যাবে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
জীবনকালে ৪০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি । তার মধ্যে অবশ্যই উল্ল্যেখযোগ্য ‘শোলে’র সুরমা ভোপালির চরিত্র ।
advertisement
1/6

• কৌতুকাভিনয়কে অসাধারণ নিপুণতার ছাঁচে ঢেলেছিলেন তিনি । সেই জগদীপ চলে গেলেন ৮১ বছর বয়সে । রেখে গেলেন তাঁর অসাধারণ সমস্ত চরিত্র আর নিখাদ হাস্যরসে পরিপূর্ণ তাঁদের অভিনয় ।
advertisement
2/6
• বুধবার, মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবাদপ্রতীম অভিনেতা জগদীপ । তাঁর আসল নাম ছিল সইয়দ ইসতিয়াক আহমেদ জাফরি । জন্ম ১৯৩৯ সালের ২৯ মার্চ ।
advertisement
3/6
• জীবনকালে ৪০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি । তার মধ্যে অবশ্যই উল্ল্যেখযোগ্য ‘শোলে’র সুরমা ভোপালির চরিত্র । তাঁর বিখ্যাত ডায়লগ ‘মেরা নাম সুরমা ভোপালি অ্যায়সে হি নেহি হ্যায়’ সিনেপ্রেমীরা ভুলতে পারবেন না ।
advertisement
4/6
• বি.আর. চোপড়ার ‘আফসানা’য় এক্সট্রা শিশু শিল্পী হিসাবে কাজে যোগ দেন । ‘অব দিল্লি দূর নেহি’ ছবিতে প্রথম শিশু শিল্পী হিসাবে কাজ করেন । এরপর কে.এ আব্বাসের ‘মুন্না’, গুরু দত্তের ‘আর পার’, বিমল রায়ের ‘দো বিঘা জমি’ ছবিতে ব্যাপক খ্যাতি অর্জন করেন জগদীপ ।
advertisement
5/6
• পণ্ডিত জওহরলাল নেহরু ‘হম পাঁচি এক ডাল কে’ ছবিতে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাঁকে ব্যক্তিগত কর্মচারী উপহার দিয়েছিলেন । ‘ব্রহ্মচারী’ ছবি থেকে বলিউডের পাকাপাকি কমিডি অভিনেতা হয়ে যান তিনি ।
advertisement
6/6
• জগদীপ প্রথমে বিয়ে করেন নাসিম বেগম’কে । নাসিম ও জগদীপের দুই ছেলে । একজন বলি-অভিনেতা জাভেদ জাফরি, অন্যজন টিভি প্রডিউসার নভিদ জাফরি । এরপর জাগদীপ বিয়ে করেন নাজিমাকে । নাজিমা ও জগদীপের একটি মেয়ে, মুসকান জফরি ।