Anil Kapoor: ৬৬-তেও এত সুঠাম শরীর! বাথরুমে অনিলের মিরর সেলফিতে তোলপাড়, দেখে চমকে গেলেন কন্যা সোনমও!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Anil Kapoor: অনিল লিখেছেন, ‘গত বছর দু’টি একেবারে বিপরীতধর্মী চরিত্রের মধ্যে ছিলাম। বড় চ্যালেঞ্জ ছিল সেটা। ‘অ্যানিমাল’-এ ৬৫ বছরের বলবীর, ‘ফাইটার’-এ ৪৫ বছরের এয়ার ফোর্স অফিসার রকি।‘
advertisement
1/7

বরফ জলে স্নান হোক বা জিমে গিয়ে শরীরচর্চা, সুঠাম জিম করা চেহারা হোক বা পুরোদস্তুর ফিটনেস হেক, নায়কদের বা নায়িকাদের যে নিজেদের শরীর এবং রূপের যত্ন নিতে হয়, তা তো সকলেরই জানা।
advertisement
2/7
কিন্তু যদি তাঁর বয়স হয় ৬৬? তিনিও এত কঠিন শরীরচর্চার মধ্যে যাবেন, এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু সত্যি করে দিলেন অনিল কাপুর। ‘মিস্টার ইন্ডিয়া’র জাদুবলের ঔজ্জ্বল্য আজও কমেনি।
advertisement
3/7
প্রমাণ করে দিলেন রবিবারের একটি পোস্টে। যা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। চমকে গিয়েছেন তাঁ নিজের মেয়ে, অভিনেত্রী সোনম কাপুরও।
advertisement
4/7
অনিল লিখেছেন, ‘গত বছর দু’টি একেবারে বিপরীতধর্মী চরিত্রের মধ্যে ছিলাম। বড় চ্যালেঞ্জ ছিল সেটা। ‘অ্যানিমাল’-এ ৬৫ বছরের বলবীর, ‘ফাইটার’-এ ৪৫ বছরের এয়ার ফোর্স অফিসার রকি।‘
advertisement
5/7
‘দ্বিতীয়টায় সেই উর্দির সঙ্গে যথাযোগ্য ন্যায় প্রকাশের জন্য কঠিন শরীরচর্চার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। দু’টি ছবিই এখন তৈরি। আমি চাই মুক্তির পর দর্শকেরা সেগুলি দেখুন।’
advertisement
6/7
চারটি ছবি দিয়েছেন অনিল। কোথাও বরফ জলে স্নান করছেন, মুখে আবার চুরুট, কোথাও তাঁর সুঠাম শরীর প্রকাশ্যে এসেছে।
advertisement
7/7
বাথরুমে তোলা একটি ছবিও দিয়েছেন তিনি, যেখানে তাঁর মুখ দেখা যাচ্ছে না। ছবি দেখে বোঝা কঠিন তা বর্ষীয়ান অভিনেতারই শরীর। অনিলের ছবি দেখে সোনম লিখেছেন, ‘ড্যাড (বাবা)’। পাশে হাসির ইমোটিকন।