TRENDING:

Bollywood Unknown Story: ৪০টি ছবি ছিল হাতে! হঠাৎ গায়েব বলিউডের সুপারস্টার...! এরপরে যা ঘটল তাঁর জীবনে তা যেন আর কারও সঙ্গে না হয়

Last Updated:
Bollywood Unknown Story: ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে বলিউডে কাজ শুরু করেন যুগল হংসরাজ। যুগল এরপরে লিড চরিত্রে অভিনয়ে এসেই তাঁর মিষ্টি চেহারায় মন কেড়ে নিয়েছেন দর্শককূলের। পেশাগত দিক থেকে সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই তার ভাগ্য এমন মোড় নেয় যে তিনি প্রায় হঠাৎই পর্দা থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করেন।
advertisement
1/7
৪০টি ছবি ছিল হাতে! হঠাৎ গায়েব বলিউডের সুপারস্টার...! এরপরে যা ঘটল তাঁর জীবনে...
যুগল হংসরাজ। গত ৪ দশক ধরে বলিউডে রয়েছেন এই অভিনেতা। বর্তমানে তাঁর বয়স ৫০ বছর। ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে বলিউডে কাজ শুরু করেন যুগল হংসরাজ। যুগল এরপরে লিড চরিত্রে অভিনয়ে এসেই তাঁর মিষ্টি চেহারায় মন কেড়ে নিয়েছেন দর্শককূলের। পেশাগত দিক থেকে সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই তার ভাগ্য এমন মোড় নেয় যে তিনি প্রায় হঠাৎই পর্দা থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করেন।
advertisement
2/7
অভিনেতা যুগল হংসরাজ ১৯৮৩ সালে শেখর কাপুরের ছবি 'মাসুম'-এ শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এছাড়াও তিনি 'কর্ম' (1986) এবং 'সুলতানাত' (1986) এর মতো চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করে যান একের পর এক। পরবর্তীতে তিনি অনেক বিজ্ঞাপনেও দেখা দেন। কিন্তু বলিউডে তার আসল যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে, যখন তিনি 'আ গলে লাগ যা' ছবিতে মুখ্য নায়ক হিসেবে প্রকাশ্যে আসেন।
advertisement
3/7
প্রথম থেকেই ইন্ডাস্ট্রিতে তাঁর আলাদা জনপ্রিয়তা ছিল তাঁর মুখশ্রীর জন্য। এরপর ছবির প্রধান চরিত্র অভিনেতা হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন যুগল। এরপর অল্পদিনেই সকলের মন ছুঁয়ে নেন তিনি। দর্শকদের কাছ থেকেও অনেক ভালোবাসাও পেয়েছেন তাঁর চলচ্চিত্র জীবনে।
advertisement
4/7
এরপর ১৯৯৬ সালে 'পাপা বলে হ্যায়' ছবিটি অভিনেতার ক্যারিয়ারকে আরও শক্ত করে বলিউডের মাটিতে। এরপর আর থিম থাকেননি যুগল হংসরাজ। তারপর বলিউডের ট্র্যাকে ছুটতে থাকে তার গাড়ি। এরপর, মহব্বতে (২০০০), কভি খুশি কভি গম (২০০১) এবং সালাম নমস্তে (২০০৫) এর মতো
advertisement
5/7
সমালোচকদের অনেকেরই মনে হয়েছিল বলিউডের পরবর্তী সুপারস্টার হিসেবে নিজের জায়গা করে নেবেন যুগল হংসরাজ। কিন্তু হঠাৎ তার ভাগ্য এমন মোড় নেয় যে তিনি চলচ্চিত্র থেকে দূরে সরে যেতে থাকেন এবং বলিউডের এই উজ্জ্বল তারকা পর্দা থেকে এমনভাবে অদৃশ্য হয়ে যান যে পরের সময়কাল কেউ তাকে আর দেখতে পান না। মিডিয়া রিপোর্ট অনুসারে, যুগল হংসরাজ বস্তুত পর্দা থেকে অদৃশ্য হননি, বরং তিনি সেইসব ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন, যা তার পেশাগত জীবনকে ধ্বংস করে দিয়েছিল।
advertisement
6/7
আসলে একের পর এক হিট ছবি দেওয়ার কারণে যুগলকে চুক্তিবদ্ধ করার প্রতিযোগিতা চলছিল নির্মাতাদের মধ্যে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সে সময় তিনি ৪০টি ছবি পেয়েছিলেন, সেটিও একাধিক পরিচালক ও প্রযোজকদের থেকে। যুগল সেই সব ছবিতে একটানা কাজ শুরু করেছিলেন, যার কারণে তিনি পর্দা থেকে দূরে চলে গেলেও, এরপরে আর পর্দায় ফেরেননি তিনি। তাঁর সাইন করা ৩৫টি ছবি তৈরি হলেও কিছু চলচ্চিত্র অর্ধেক পথেই বন্ধ হয়ে যায়। কিছুর শুটিং শেষ পর্যায়ে আটকে থাকে, কোনওটির আবার শুরুই করা যায়নি শ্যুটিং।
advertisement
7/7
যুগল যে সময় এই ছবিগুলির কাজে চুক্তিবদ্ধ হন এবং এই কাজ শুরু করেন, তখন তাঁর কেরিয়ারের গোল্ডেন পিরিয়ড চলছিল। কিন্তু এই চলচ্চিত্রগুলি করতে গিয়ে তাঁর জীবনের সবথেকে সম্ভাবনাময় সোনালি সময় নষ্ট হয়ে যায়। যদিও এই সময়ের মধ্যে তার একটি বা দুটি ছবি মুক্তি পায়, কিন্তু বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয় সেগুলি। একটা সময় দেখতে দেখতে বলিউড থেকে অদৃশ্য হয়ে যান এই অভিনেতা। যদিও কোনও না কোনও ছবিতে তাঁকে অভিনয়ে দেখা যায় কিন্তু তাঁর যে স্টারডম ছিল তা নষ্ট হয়ে যায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Unknown Story: ৪০টি ছবি ছিল হাতে! হঠাৎ গায়েব বলিউডের সুপারস্টার...! এরপরে যা ঘটল তাঁর জীবনে তা যেন আর কারও সঙ্গে না হয়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল