TRENDING:

বক্স অফিসে ধরাশায়ী ১০০ কোটির এই ছবি, অথচ ওটিটি-তে আসতেই ম্যাজিক, ট্রেন্ডিংয়ে এক নম্বরে লেখাল নাম

Last Updated:
গত অগাস্টে মুক্তি পেয়েছিল এই ছবিটি। অজয় দেবগন, টাবু, জিম্মি শেরগিল এবং সাই মঞ্জরেকরের মতো তারকা থাকা সত্ত্বেও ছবিটি এক সপ্তাহও ঠিক করে চলেনি। এমনকী ছবিটির বাজেট সংগ্রহ করতে রীতিমতো কালঘাম ছুটি গিয়েছে নির্মাতাদের।
advertisement
1/6
বক্স অফিসে ধরাশায়ী ১০০ কোটির এই ছবি, অথচ ওটিটি-তে আসতেই ম্যাজিক!
আজকাল বড় বড় বাজেটের ছবি তৈরি করছেন পরিচালকরা। কিন্তু সবই যে সফল হচ্ছে, সেটা কিন্তু নয়। এই তো গত মাসেই মুক্তি পেয়েছিল একটি মেগা-বাজেট ছবি। তাতে বড় স্টার কাস্টও ছিল। কিন্তু বক্স অফিসে সেই ছবি রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল। যদিও ওটিটি-তে মুক্তির পর ছবিটি ট্রেন্ডিং তালিকায় ১ নম্বরে চলে গিয়েছে।
advertisement
2/6
গত অগাস্টে মুক্তি পেয়েছিল এই ছবিটি। অজয় দেবগন, টাবু, জিম্মি শেরগিল এবং সাই মঞ্জরেকরের মতো তারকা থাকা সত্ত্বেও ছবিটি এক সপ্তাহও ঠিক করে চলেনি। এমনকী ছবিটির বাজেট সংগ্রহ করতে রীতিমতো কালঘাম ছুটি গিয়েছে নির্মাতাদের। এই ছবিটির নাম ‘অওরোঁ মেঁ কাহাঁ দম থা’।
advertisement
3/6
রিপোর্ট অনুযায়ী, ছবিটি তৈরির জন্য খরচ হয়েছিল ১০০ কোটি টাকা। কিন্তু এটি আয় করেছে মাত্র ১২.৯১ কোটি টাকা। ফলে মুষড়ে পড়েছিলেন নির্মাতারা। কিন্তু ওটিটি-তে মুক্তির পরে অবশ্য হাসি ফুটেছে তাঁদের মুখে। গত ২৭ সেপ্টেম্বর থেকে Prime Video-তে স্ট্রিমিং শুরু হয়েছে ‘অওরোঁ মেঁ কাহাঁ দম থা’ ছবির। আগে যা ভাড়ায় পাওয়া যাচ্ছিল।
advertisement
4/6
কিন্তু যাঁদের সাবস্ক্রিপশন নেওয়া আছে, তাঁরাই শুধুমাত্র এই ছবিটি দেখতে পাবেন। আর ওটিটি-তে মুক্তির সঙ্গে সঙ্গে ছবিটি ব্যাপক ভাবে হিট হয়েছে। আপাতত ট্রেন্ডিং নম্বর ১-এ রয়েছে এই ছবি। এর থেকে প্রমাণিত হচ্ছে যে, ভক্তরা দারুণ পছন্দ করছেন এই ছবিটিকে।
advertisement
5/6
পরিচালক নীরজ পাণ্ডে এই ছবিটি পরিচালনা করেছেন। প্রায় ১৬ বছর আগেই ‘অওরোঁ মেঁ কাহাঁ দম থা’ তৈরি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় প্রযোজক পাননি। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নীরজ বলেছিলেন যে, ১৬ বছর আগে আমি যে ছবিটি তৈরি করতে চেয়েছিলাম, সেটা ছিল একটি প্রেমের কাহিনি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কোনও প্রযোজকই আমার পাশে দাঁড়াননি। কিন্তু আমি আজ আনন্দিত যে, ১৬ বছর পরে অবশেষে আমি একটা লাভ স্টোরি ফিল্ম বানাতে পারলাম।
advertisement
6/6
আবার বক্স অফিস কালেকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অজয় দেবগন। এমনকী, ছবিতে নিজের পারফরম্যান্স নিয়েও তেমন নিশ্চিত ছিলেন না অভিনেতা। তবে পরিচালকের জোরাজুরিতেই একপ্রকার এই ছবিটি করতে রাজি হয়েছিলেন অজয়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
বক্স অফিসে ধরাশায়ী ১০০ কোটির এই ছবি, অথচ ওটিটি-তে আসতেই ম্যাজিক, ট্রেন্ডিংয়ে এক নম্বরে লেখাল নাম
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল