TRENDING:

‘কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের’ জন্য তৈরি এই ছবিগুলি ঝড় তুলেছিল বলিউডে

Last Updated:
প্রাপ্তবয়স্ক শুধু নয়, প্রাপ্তমনস্কদের জন্য এই ১০ টি ছবির তালিকা
advertisement
1/11
‘কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের’ জন্য তৈরি এই ছবিগুলি ঝড় তুলেছিল বলিউডে
বলিউড মানেই বিনোদনের ভান্ডার ৷ বলিউডের হাত ধরে শুধু দেশ নয় বিদেশের দর্শকরাও বিনোদনের খোরাক পূরণ করে নেন ৷ বলিউড শেখায় প্রেম করতে, বলিউড শেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে লড়াইয়ের মাধ্যমে জীবনের পথে ঘুরে দাঁড়াতে ৷ তেমনিই আবার বলিউডের হাত ধরে ‘বড়’ হওয়ার পাঠ পড়া হয় ৷ তাই একসময়ে রীতি ভাঙতে যে বলিউড রীতিমতো দ্বিধা করত , তা ইদানিং সব বাঁধন খুলে দেয় ৷ Photo- File
advertisement
2/11
Hate Story 4 ২০১৭ -সালের এই বলিউডি ছবি তুফান তুলেছিল ৷ এরোটিক ক্রাইমের এই ছবি পরিচালনা করেছিলেন বিশাল পান্ডিয়া৷ উর্বশী রাউতেলা, করণ ওয়াহি, ভিভিয়ান বাতেহা এই ছবিতে অভিনয় করেছিলেন ৷ Photo- File
advertisement
3/11
বলিউডের বোল্ড ছবির তালিকার সামনের দিকে থাকবে জুলি ২ ৷ হিন্দি এই থ্রিলার লিখেছেন ও পরিচালনা করেছেন দীপক শিবদাসানি ৷ লিড রোলে ছিলেন ধোনির এক সময়ের গার্লফ্রেন্ড রাই লক্ষ্মী৷ এটা তাঁর বলিউড ডেবিউ ছিল ৷ Photo- File
advertisement
4/11
২০১৮ সালের ডিসকো ভ্যালি ছবিটি বড়দের ছবির তালিকাভুক্ত ৷ ছবিতে রয়েছেন ভিভিয়ান শাহ, শাহজাহান পাদমি , চাঙ্কি পান্ডে ৷ Photo- File
advertisement
5/11
এরোটিক থ্রিলার এই ছবিতে স্ক্রিনে আগুন ধরিয়েছিলেন বিপাসা বসু ও জন আব্রাহাম ৷ জিসম ছবি বলিউডের সব প্রচলিত ধারণা ভেঙে দিয়েছিল ৷ Photo- File
advertisement
6/11
অমৃতা রাও, ইশা কোপিকরের এই সিনেমায় লেসবিয়ান সম্পর্কের মোচড় দেখানো হয়েছে ৷ গার্লফ্রেন্ড ছবিতে কখনও বাই সেক্সসুয়াল কখনও আবার সমকামিতার সম্পর্কের ওঠাপড়া দেখানো হয়েছে ৷ Photo- File
advertisement
7/11
২০১২ জিমস ২ কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের ছবির তালিকার আলোচিত ছবি ৷ এই ছবি পরিচালনা করেছেন পূজা ভাট ৷ এই ছবিতে বলি দুনিয়ায় তুফান তুলেছিলেন সানি লিওনি ৷ বোল্ড সিনে গভীর উষ্ণতা ছড়িয়েছিলেন অ্যাডাল্টস্টার সানি ৷ Photo- File
advertisement
8/11
সাহসী সিনে বাঙালি অভিনেত্রী পাউলি দাম বলিউডে তুফান তুলেছিলেন ৷ ছবির নাম হেট স্টোরি ৷ বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় এই ছবিতে একান্ত দৃশ্যে নিজের অভিনয় ক্ষমতা দেখিয়েছিলেন পাউলি ৷ Photo- File
advertisement
9/11
১৮ বয়সের উর্ধ্বদের জন্য তৈরি ছবির তালিকায় অন্যতম সেরার মধ্যে থাকবে মার্ডার ৷ লিড রোলে ছিলেন মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাসমি ৷ প্যাশন , সেক্সের সঙ্গে মার্ডার সব মিলিয়ে এক ঝকঝকে কম্বো ৷ Photo- File
advertisement
10/11
সময়ের থেকে অনেক এগিয়ে ছিল অনুভব ৷ শেখর সুমন ও পদ্মিনী কোলাপুরে অভিনীত এই ছবি সে সময়ে চমকে দিয়েছিল ৷ কখনও কনডোম ওড়ানো কখনও মহিলা ম্যানিকুইনের সঙ্গে অনরঙ্গ দৃশ্য ভীষণ ভাবে চমকে দিয়েছিল ৷ Photo- File
advertisement
11/11
ওম পুরী ও রেখা অভিনীত আস্থা ছবিটি একজন মহিলার অস্তিত্ব সন্ধানের কাহিনী ৷ বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্য নিয়ে এখনও বিভিন্ন মহলে আলোচনা হয় ৷ Photo- File
বাংলা খবর/ছবি/বিনোদন/বলিউড/
‘কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের’ জন্য তৈরি এই ছবিগুলি ঝড় তুলেছিল বলিউডে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল