#Yearender 2018: ২০১৮-এ গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছেন এই সেলেবরা...৩ আর ৫ নম্বরটা দেখে অবাক হবেন
Last Updated:
advertisement
1/11

• কোনও ব্যক্তির সম্বন্ধে কিছু জানতে হলে বা তাঁর সম্পর্কে তথ্য জোগাড় করতে গেলে এই যুগের একমাত্র ভরসা গুগল জ্যাঠা ৷ আর এই গুগলের সার্চ হিস্ট্রি থেকেই জানা সম্ভব কোন সেলেব সম্পর্কে জানতে মানুষ বেশি আগ্রহী ৷ ২০১৮-র সেই তালিকা কিন্তু বেশ অবাক করা ৷ তাবড় তাবড় সেলেবদের ছাড়িয়ে সেই তালিকায় নতুন মুখের ভিড় ৷ সেখানে না আছেন দীপিকা-রণবীর, না আছেন করিনা-ঐশ্বর্য ৷ তা হলে দেখে নেওয়া যাক, ২০১৮-তে কোন কোন তারকা গুগলে সবচেয়ে বেশি সার্চড হয়েছেন ৷
advertisement
2/11
• প্রিয়া প্রকাশ: সব্বাইকে গুণে গুণে ১০ গোল দিয়ে নম্বর ওয়ান পজিশনটি নিজের দখলে নিয়েছেন ‘উইঙ্কি গার্ল’ প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ৷ এই মেয়ের চোখের ইশারাতেই একসময় কাবু হয়েছিল গোটা দেশ ৷ কয়েক সেকেন্ডের সেই চোখ টেপার ভিডিও দাবানলের মতো ভাইরাল হয়েছিল ৷ আর তারপর থেকেই দক্ষিণী নায়িকা প্রিয়ার উপর আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের ৷
advertisement
3/11
• নিক জোনাস: দেশি গার্লের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানাজানি হওয়ার আগে পর্যন্ত তেমন একটা জনপ্রিয় ছিলেন না মার্কিন এই পপ তারকা ৷ কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শুরু হতেই গগলে নিক জোনাসকে সার্চ করতে শুরু করলেন সকলেই ৷ আর এর ফলে নিকের নাম উঠে এল তালিকার দ্বিতীয় স্থানে ৷
advertisement
4/11
• স্বপ্না টোধুরি: বিগ বসে আসার পর স্বপ্না চৌধুরির জনপ্রিয়তা একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে ৷ যদিও হরিয়ানার এই নৃত্যশিল্পীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভাইরাল হয় ৷ ‘ভিরে ডি ওয়েডিং’-এ আইটেম ডান্সে নেচেছেন তিনি। এখন তিনি ‘মোস্ট সার্চড সেলিব্রিটিস’-এর মধ্যে তিন নম্বরে ৷ আশ্চর্যের বিষয় হল প্রিয়াঙ্কা চোপড়া, সলমন খানও তাঁর থেকে অনেকটাই পিছনে ৷
advertisement
5/11
• প্রিয়াঙ্কা চোপড়া: এই নামটা তুলনায় অনেকটাই প্রত্যাশিত ৷ এ বছপটা পিগি চপসের কাছে নিঃসন্দেহে ঘটনাবহুল ৷ প্রেম, বিগদান, রাজকীয় বিয়ে, কোয়ান্টিকোতে অভিনয়...সব মিলিয়ে তিনি স্থান পেয়েছেন চার নম্বরে ৷
advertisement
6/11
• আনন্দ আহুজা: এই নামটা বেশ ‘অন্যরকম’ ৷ মূল ধারার সেলিব্রিটি না হয়েও তিনি উঠে এসেছেন পাঁচ নম্বরে ৷ কারণ তিনি সোনম কাপূরের স্বামী ৷ এ বছরেরই মে মাসে গাঁটছড়া বেঁধেছেন কাপূর-আহুজা ৷ জনপ্রিয় স্নিকার্স ব্র্যান্ডের সিইও আনন্দ ৷
advertisement
7/11
• সারা আলি খান: ৬ নম্বরে রয়েছেন নবাব-কন্যা সারা আলি খান ৷ এ বছরই বলিউডে পা দিয়েছেন বি-টাউনের অন্যতম প্রতিভাবান এই স্টার কিড ৷ তবে অভিনয় শুরুর অনেক আগে থেকেই লাইমলাইটে রয়েছেন সারা ৷ সারার প্রথম ছবি ‘কেদারনাথ’ দারুণ সাড়া ফেলেছে বক্স অফিসে ৷ পরের ছবি ‘সিম্বা’-ও প্রশংসা কুড়িয়েছে যথেষ্ট ৷
advertisement
8/11
• সলমন খান: বেশ খানিকটা নীচে হলেও তিন খানের মধ্যে একমাত্র তিনিই রয়েছেন এই তালিকায় ৷ ‘ফোর্বস’-এর বার্ষিক তালিকা অনুযায়ী তিনি এ বছরও ‘হাইয়েস্ট পেইড ইন্ডিয়ান সেলেব্রিটি’র তকমা পেয়েছেন ৷ এছাড়াও তাঁর ‘রেস ৩’ মুক্তি পেয়েছে এই বছরই ৷ তবে খুব একটা ভাল ব্যবসা করতে পারেনি এই ছবি ৷
advertisement
9/11
• মেগান মার্কেল: ভারতে বসেও ব্রিটেনের ছোট রাজবধূ সম্বন্ধে জানার আগ্রহ কম নেই ৷ সে কারণেই এই তালিকায় অষ্টম স্থানটি মেগান মার্কেলের দখলে রয়েছে ৷ এ বছরই মেগানের বিয়ে হয়েছে প্রিন্স হ্যারির সঙ্গে ৷ তারপর থেকেই নানা বিষয়ে বারবার বিতর্কের মুখে পড়েছেন মেগান ৷ কখনও পোশাকের জন্য, কখনও আবার বড় জা কেটের সঙ্গে বিবাদের কারণে ৷ আবার এ বছরই সম্তানসম্ভবা হয়েছেন তিনি ৷
advertisement
10/11
• অনুপ জলোটা: এক সময় ভজন আর গজল গায়ক হিসেবেই লোকে চিনত অনুপ জলোটা ৷ কিন্তু তাঁর সঙ্গে যে এমন একটা বিতর্কও জড়িয়ে যেতে পারে তা অবশ্য দেশবাসী আন্দাজ করতে পারেননি ৷ ‘বিগ বস’-এ যোগ দেওয়ার পর নিজের হাঁটুর বয়সী এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ানোয় অনেকদিন বেশ চর্চার কেন্দ্রে ছিলেন তিনি ৷
advertisement
11/11
• বনি কাপুর: শেষ নামটি যাঁর তিনি বনি কাপুর ৷ ফেব্রুয়ারিতে শ্রীদেবীর মৃত্যুর পর তাঁকে নিয়েও বেশ সরগরম হয়ে উঠেছিল নেট দুনিয়া ৷ শ্রীদেবীর মৃত্যু অস্বাভাবিক এবং তার পিছনে বনি কাপুরেরই হাত আছে বলে দাবি করেছিল একাধিক মিডিয়া ৷ সে সময়ই তাঁকে নিয়ে চর্চা শুরু হয় ৷ এর ফলে গুগলের সার্চড সেলিব্রিটি লিস্টে ঢুকে পড়লেন জাহ্নবী কাপুর, অর্জুন কাপুরের বাবা ৷