বোনের বিয়েতে সপরিবারে কোন্নগরে সুস্মিতা সেন, শ্যালিকার পিঁড়ি ধরলেন রোহমান
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বোনের বিয়ে উপলক্ষ্যে প্রায় সমস্ত কাজ ফেলে মুম্বই থেকে কলকাতায় উড়ে এসেছেন সুস্মিতা।
advertisement
1/8

• বোনের বিয়ে । সুদূর মুম্বইতে বসে কী আর মন টেঁকে? বিয়ের বাড়ির আনন্দ একেবারে সশরীরে উপস্থিত থেকে চেটেপুটে উপভোগ করতে কলকাতায় এলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন।
advertisement
2/8
• চুপিসাড়ে কলকাতায় এলেও, বিয়েবাড়িতে সুস্মিতার ছবি প্রকাশ্যে আসতেই নিমেষে তা ভাইরাল হয়ে যায়। বাঙালির ঘরের মেয়েকে ঘরে ফিরতে দেখে যারপরনায় খুশি হয়ে যান তাঁর অনুরাগীরা ।
advertisement
3/8
• বোনের বিয়ে উপলক্ষ্যে প্রায় সমস্ত কাজ ফেলে মুম্বই থেকে কলকাতায় উড়ে এসেছেন সুস্মিতা।
advertisement
4/8
• সঙ্গে সুস্মিতার বাবা, মা, ভাই, ভাইয়ের স্ত্রী, দুই মেয়ে হাজির হয়েছে কলকাতায়। বিমানবন্দরে নামার পরই সুস্মিতা কলকাতা থেকে সোজা উড়ে যান কোন্নগরে।
advertisement
5/8
• অভিনেত্রীর জ্যাঠতুতো বোনের বিয়েতে তাঁর গোটা পরিবারের সঙ্গে হাজির হন রোহমান শলও। রোহমানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে সুস্মিতা যে তাঁকে সেন পরিবারের অন্যতম সদস্য হিসেবে পরিচয় দিতে শুরু করেছেন, তা তো সকলেরই জানা । খুব শীঘ্রই সুস-রহমানের চার হাত এক হতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।
advertisement
6/8
• এক্কেবারে খাঁটি বাঙালি সাজে বিয়ের আসরে হাজির হন সুস্মিতা। নায়িকার ভাইয়ের স্ত্রী তথা অভিনেত্রী চারু আসোপাকেও দেখা যায় বাঙালি সাজে বিয়ের আসরে হাজির হতে ।
advertisement
7/8
• ঐন্দ্রিলা সেন এবং সায়ক সেনের বিয়েতে সুস্মিতা যখন হাজির হন, তাঁর একের পর এক হাসি মুখের ছবি উঠে আসতে শুরু করে বিয়ের আসর থেকে।
advertisement
8/8
• সুস্মিতার বোন ঐন্দ্রিলার পিঁড়ি ধরে রয়েছেন রোহমান শল এবং রাজীব সেন । সেই ছবিও নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয় । রিপোর্টার-রানা কর্মকার