সুশান্তের বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে সরব হওয়া শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে আইনি নোটিশ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সুশান্তের মা মারা যাওয়ার পর নায়কের বাবা দ্বিতীয়বার বিয়ে করেন । আর সেই কারণেই পরিবারের থেকে দূরে সরে গিয়েছিলেন সুশান্ত, এমনই মন্তব্য করেছিলেন ওই সাংসদ।
advertisement
1/4

• সুশান্তের বাবা কেকে সিংয়ের নাকি দ্বিতীয় বিয়ে রয়েছে । সুশান্তের মা মারা যাওয়ার পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন । আর সেই কারণেই পরিবারের থেকে দূরে সরে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত ।
advertisement
2/4
• দিক কয়েক আগে এমন একটি দাবি করেছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত । এই অভিযোগ সর্বৈব মিথ্যে বলে জানানো হয় রাজপুত পরিবারের তরফে । এবং পরিবারের সম্মানহানি করার জন্য ক্ষমাও চাইতে বলা হয়েছিল সঞ্জয়বাবুকে ।
advertisement
3/4
• এই যুক্তিহীন মন্তব্যের জন্য হয় ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, নয়তো মানহানির মামলা করা হবে বলে আগেই জানিয়ে রেখেছিল নায়কের পরিবার । সেই মতো রাউত’কে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। কারণ দু’দিন পেরিয়ে গেলেও জনসমক্ষে ক্ষমা চাননি তিনি । সুশান্তের এক আত্মীয়, নীরজ কুমার বাবলু তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানা গিয়েছে ।
advertisement
4/4
• রাউত প্রথম থেকেই সিবিআই তদন্তের বিপক্ষে সওয়াল করে আসছেন । তাঁর মতে, এই মামলার তদন্ত করতে মুম্বই পুলিশ সক্ষম । তাঁর বেলাগাম মন্তব্যের জন্য তাঁকে যথেষ্ট সমালোচিত হতে হচ্ছে ।