প্রেমে ভাঙন মেনে নিয়েছিলেন, কিন্তু সুশান্তের এভাবে চলে যাওয়া মানতে পারছেন না প্রাক্তন প্রেমিকা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মনমালিন্য ছিল দু’জনের৷ মুখ দেখা দেখিও বন্ধ ছিল৷ কিন্তু এভাবে প্রাক্তন প্রেমিকের মৃত্যুর খবর শুনতে হবে ভাবতেও পারেননি অঙ্কিতা৷
advertisement
1/6

▪️সুপুরুষ সুশান্ত৷ বুদ্ধিদীপ্ত৷ একসঙ্গে পবিত্র রিস্তা ধারাবাহিকের জনপ্রিয় জুটি ছিলেন সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে৷ সেই থেকে দু’জনে দু’জনের প্রেমেও পড়েন৷
advertisement
2/6
▪️বেশ চর্চিত ছিল সুশান্ত-অঙ্কিতার প্রেম৷ কয়েক বছর ধরে একসঙ্গে কাটিয়েছেন তাঁরা৷ কিন্তু...
advertisement
3/6
▪️ছবিতে অভিনয় শুরুর পরপর আলগা হতে থাকে তাঁদের প্রেমের বাঁধন৷ অঙ্কিতাকে ছেড়ে চলে আসেন সুশান্ত৷ যদিও এই নিয়ে অঙ্কিতা মুখ খুললেও, সুশান্ত কোনও দিন কথা বলেননি এই বিষয়৷
advertisement
4/6
▪️তারপর থেকে দু’জন বেছে নেন দুটি আলাদা পথ৷ জীবনে নতুন সঙ্গী খুঁজে পান অঙ্কিতা৷ সুশান্তের যদিও কোনও স্থায়ী বান্ধবী ছিল না৷
advertisement
5/6
▪️মনমালিন্য ছিল দু’জনের৷ মুখ দেখা দেখিও বন্ধ ছিল৷ কিন্তু এভাবে প্রাক্তন প্রেমিকের মৃত্যুর খবর শুনতে হবে ভাবতেও পারেননি অঙ্কিতা৷ সুশান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই একটি সংবাদমাধ্যমের থেকে তাঁকে ফোন করা হয়৷ খবরটি শুনে আঁতকে ওঠেন অঙ্কিতা৷ ফোন কেটে দেন!
advertisement
6/6
▪️সুশান্তের সঙ্গে বিচ্ছেদ হয়ত মেনে নিয়েছিলেন তিনি, কিন্তু এই চিরবিচ্ছেদ যেন উতলা করা তুলল সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবীকে৷