SRK-র আসল নাম 'শাহরুখ' নয়, কী তাহলে? গৌরীকে বিয়ে করার জন্যই কি বদলে ফেলতে হল সব...? সত্যি জানলে চমকে যাবেন
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
Shah Rukh Khan Unknown facts: শাহরুখ খান এমন এক অভিনেতা, যাঁকে সারা বিশ্বে সকলেই চেনেন। কিন্তু ক'জন ভক্ত জানেন তাঁর আসল নাম? 'শাহরুখ খান' মোটেই তাঁর নাম নয়! বিয়ের সময় নিজের নামও পাল্টে ফেলেছিলেন তিনি। জানেন কী নাম ছিল আগে তাঁর?
advertisement
1/8

বলিউড সুপারস্টার: বলিউড তারকাদের বাস্তব জীবনও বেশ মজার। কখনও কখনও তাঁরা নিজেরাই অনেক অজানা তথ্য ভাগ করে নেন জীবন সম্পর্কে। আবার কখনও অন্যের মুখে ছড়িয়ে যায় তারকাদের জীবনের অজানা কথা।
advertisement
2/8
শাহরুখ খান এমন এক অভিনেতা, যাঁকে সারা বিশ্বে সকলেই চেনেন। কিন্তু ক'জন ভক্ত জানেন তাঁর আসল নাম? শাহ রুখ খান মোটেই তাঁর নাম নয়! বিয়ের সময় নিজের নামও পাল্টে ফেলেছিলেন তিনি। জানেন কী নাম ছিল আগে তাঁর?
advertisement
3/8
শৈশবে তাঁর দিদা তাঁকে শাহরুখ নয়, অন্য নামে ডাকতেন। গৌরীকে বিয়ে করার সময় শাহরুখ নিজের নাম রাখেন জিতেন্দ্র কুমার টুলি। তবে তার আগেও শাহরুখের একটা নাম ছিল, আসল নাম! জানেন কী?
advertisement
4/8
অনুপম খের একটা শো করতেন। এর নাম ছিল 'কুছ ভি হো সক্ত হ্যায়'। শাহরুখ খান একবার এই শোতে হাজির হয়েছিলেন। এরপর অনুপম খের তাঁকে জিজ্ঞেস করেন কিং খান আবদুল রেহমান নামে কাউকে চেনেন কিনা! এর জবাবে শাহরুখ বলেন, তাঁর এই নামটি তাঁর দাদীই রেখেছিলেন। তবে শুরু থেকেই আবদুল নাম পছন্দ করতেন না অভিনেতা। এই নামের কারণে তাঁকে ঠাট্টাও করা হয়েছিল।
advertisement
5/8
শাহরুখ এই সাক্ষাত্কারে জানান, তাঁর বাবা পরে আবদুল থেকে বদলে শাহরুখ করেছিলেন। এই নামটিই সব জায়গায় চলত। তার বোনের নামের সঙ্গেও শাহরুখের মিল রয়েছে। কিং খানের বোনের নাম ছিল শেহনাজ লালারুখ খান। কিন্তু বিয়ের সময় কেন নাম পরিবর্তন করলেন কিং খান?
advertisement
6/8
শাহরুখ খানকে নিয়ে বই লিখেছেন মুশতাক শেখ। এই বই অনুসারে, বিয়ের সময় শাহরুখ তাঁর নাম পরিবর্তন করে 'জিতেন্দ্র কুমার টুলি' রাখেন। আর্য সমাজের বিয়ের জন্য শাহরুখকে নাম বদলাতে হয়েছিল। শাহরুখের দাদীর মনে হয়েছিল যে কিং খান দেখতে জিতেন্দ্রের মতো, তাই তিনি এই নামটি বেছে নিয়েছেন। তিনি এই নামের সাথে ২ জনকে শ্রদ্ধা জানান। প্রথম জিতেন্দ্র এবং দ্বিতীয় রাজেন্দ্র কুমার।
advertisement
7/8
রাজেন্দ্র কুমারের আসল ডাকনাম ছিল টুলি। শুধু শাহরুখ নয়, বিয়ের সময় নিজের নাম পাল্টে ফেলেছিলেন গৌরীও। গৌরী তাঁর নাম পরিবর্তন করে আয়েশা রাখেন। তাঁদের দু'জনের বিয়ে ও নিকাহের পর কোর্ট ম্যারেজও হয়েছিল।
advertisement
8/8
শাহরুখ-গৌরী কবে বিয়ে করলেন? ১৯৯১ সালের ২৫ অক্টোবর শাহরুখ ও গৌরি বিয়ে করেন। বিয়ের সময় শাহরুখ ততটা বিখ্যাত ছিলেন না। কিন্তু গৌরী তাঁর পাশে থাকেন। একসঙ্গে চলে তাঁরা আজ এই জায়গায়। বর্তমানে ৩ সন্তান রয়েছে এই দম্পতির, যাদের নাম আরিয়ান, সুহানা এবং আব্রাহাম খান।