Bollywood Star kid: বাবা বলিউড সুপারস্টার, কোটি কোটি টাকার মালিক, ছেলে যাতায়াত করে বাসে ধাক্কা খেয়ে! জানেন কে এই স্টারকিড?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bollywood Superstar Son: এই তারকাপুত্রের বাবা বলিউডের সুপারস্টার। কয়েকদশক ধরে আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। হিন্দি সিনেমা জগতের গর্ব। তাঁর একাধিক ছবি বক্স অফিসে পার করেছে ১০০ কোটির গণ্ডি।
advertisement
1/8

বলিউডের স্টারকিডদের বরাবরই চর্চার শেষ নেই। বলিউডের এই স্টারকিডের বাবা সুপারস্টার। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। ব্লকবাস্টার বহু ছবির নায়ক। কিন্তু তারকা পুত্রকে যাতায়াত করতে হয় বাসে করে, আর পাঁচটা অতি সাধারণ ছেলেমেয়ের মতোই!
advertisement
2/8
নেপোটিজম বা স্বজনপোষণ বর্তমানে বলিউডের একটি অতি চেনা শব্দ। সৌজন্যে করণ জোহর এবং কঙ্গনা রানাওয়াতের সেই ঝামেলা। তারকা সন্তানদের জীবনযাত্রা নিয়েও বিশেষ উত্সাহ ভক্তদের মধ্যে।
advertisement
3/8
এই তারকাপুত্রের বাবা বলিউডের সুপারস্টার। কয়েকদশক ধরে আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। হিন্দি সিনেমা জগতের গর্ব। তাঁর একাধিক ছবি বক্স অফিসে পার করেছে ১০০ কোটির গণ্ডি।
advertisement
4/8
অভিনয় জগতে পা রাখার আগে থেকেই লাইমলাইটে থাকেন তারকা সন্তানরা। এই তারকা সন্তানকে নিয়েও প্রবল উত্সাহ ভক্তদের মধ্যে। বাবার কোটি কোটি টাকা উপার্জন সত্ত্বেও বাসে কেন যাতায়াত করেন তিনি।
advertisement
5/8
সুপারস্টার আমির খানের পুত্র জুনেইদ খানকে নিয়ে ভক্তদের মধ্যে উত্সাহের অন্ত: নেই। অনেক স্টার কিডস ইন্ডাস্ট্রিতে তাঁদের সুপারস্টার বাবা-মায়ের চেয়েও বেশি স্টারডম অর্জন করে। কিন্তু আমির খানের সন্তানরা লাইম লাইট থেকে দূরেই থাকেন।
advertisement
6/8
বাবার পথে চলেই খুব তাড়াতাড়ি অভিনয় জগতে পা রাখতে চলেছেন আমির খান। জুনায়েদ খান শুধু একজন অভিনেতাই নন, একজন প্রযোজকও আমির খানের ছেলে হয়েও আজকে একেবারে সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন।
advertisement
7/8
নিউজ 18-কে দেওয়া এক সাক্ষাত্কারে আমির খান জানিয়েছিলেন তাঁর সন্তানরা এখন বড় হচ্ছে। কাজের ব্যাপের জুনেইদ খুব সিরিয়াস। পাশপাশি তিনি পাবলিক ট্রাসপোর্টেই যাতায়াত করেন।
advertisement
8/8
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, আমির খানের মোট সম্পত্তির পরিমাণ ১৮৬২ কোটি টাকা। তবু সুপারস্টারের ছেলে একেবারে সাধারণ জীবনযাপন করেন।