Bollywood Phulsojja Song: ফুলশয্যার রাত নিয়ে তৈরি বলিউডের সুপারহিট এই গান! ২৫ বছর পেরোলেও আজও একইরকম আবেদনে ভরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Superhit Songs: বলিউডের গান সকলকে ভীষণভাবে নাড়া দেয়, সকলেই , সিনেমায় এই গানটি খুব সুন্দরভাবে বিবরণ দিয়েছিলেন৷ এই গানটির সঙ্গীত লিখেছেন এ আর রহমান এবং কথা লিখেছেন গুলজার।
advertisement
1/7

: হিন্দি সিনেমা আর ফিল্ম সং- দুটোই পাশাপাশি হাত ধরে হাঁটে৷ এ পর্যন্ত এমন অনেক গান হয়েছে, যা বছরের পর বছর ধরে মানুষের প্রিয় হয়ে আছে। এই গানগুলির কিছু সুর ও কথা মানুষের মনে গেঁথে যায়। ১৯৯৮ সালের 'দিল সে' ছবিতে বিয়ের রাতে চিত্রায়িত এই রকম একটি গান ছিল, যেটি লিখেছেন 'গুলজার'। ফুলশয্যার রাতের প্রথম অনুভূতি ফুটে উঠেছিল ছত্রে ছত্রে৷
advertisement
2/7
ফুলশয্যার রাতের আদলে রচিত এই সুন্দর গানটি মানুষ ভীষণ পছন্দ করেছিলেন। এই গানের বিশেষ বিষয় হল এই গানটিতে একটি শব্দও অশ্লীল নয় অথচ এক নববধূর স্বামীর সঙ্গে প্রথম রাত কাটানোর ব্যগ্রতা রয়েছে৷ কিন্তু কোনও কদর্য রুচির শব্দ চয়ন নেই৷
advertisement
3/7
শাহরুখ খান এবং মনীষা কৈরালার হিট ছবির সেই জনপ্রিয় গানটি হল 'জিয়া জ্বলে'-এই গানটিতে মধুচন্দ্রিমার অনুভূতির এমন একটি গল্প বলা হয়েছে যা বলিউড সিনেমার দুনিয়ার এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আজও মানুষের মনকে একইভাবে নাড়া দেয় এই গান৷
advertisement
4/7
শুধু এই গানের কথাই নয়, এর মিউজিকও হৃদয় ছুঁয়ে যাওয়া। গুলজার নিজেই এই গানটি সম্পর্কে বলেছিলেন, গুলজারের গান নিয়ে একটি বই লিখেছেন অনুবাদক 'নাসরিন মুন্নি কবীর'-র আলাপচারিতায় বলেছেন, 'এই গানটি লেখার উদ্দেশ্য ছিল বিয়ের রাতে কনের অনুভূতি জানানো হয়েছে। পর্দায় প্রকাশ করতে চেয়েছিলেন। কিন্তু তাতে অশ্লীল বা যৌন উস্কানিমূলক একটা শব্দও ছিল না। (Photo Courtesy-Youtube/Printshot)
advertisement
5/7
১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ ও মনীষা কৈরালার এই ছবিটি মানুষ অনেক পছন্দ করেছে। পরিচালক 'মণিরত্নম' তাঁর সিনেমায় এই গানটি খুব সুন্দরভাবে বিবরণ দিয়েছিলেন৷ এই গানটির সঙ্গীত লিখেছেন এ আর রহমান এবং কথা লিখেছেন গুলজার। (Photo Courtesy-Youtube/Printshot)
advertisement
6/7
এই ছবির মাধ্যমেই প্রীতি জিনটার অভিষেক সিনেমা। এই ছবিটি অবশ্যই একটি হিট ছিল। বিশেষ করে এর একটি গান আজও মানুষের প্রথম পছন্দ রয়ে গেছে। আজও এই গানটি মানুষের মুখে মুখে।
advertisement
7/7
৫০ বছর বয়সী সুন্দরী অভিনেত্রী মালাইকা অরোরা এই ছবির আরও একটি গান দিয়ে লাইমলাইটে আসেন। সেই গানটি ছিল ছাইয়া ছাইয়া। চলন্ত ট্রেনে ছবির এই গানটির শুটিং হয়েছে। শাহরুখ খান এবং মালাইকা অরোরার রসায়নের কারণে এই গানটি মানুষের মন জয় করেছিল।