TRENDING:

‘আরাধনা’-এর শ্যুটিংয়ের সময় গর্ভবতী, রাজেশ খান্নার সঙ্গে দুটো ‘সমস্যা’ হয়েছিল, গোপন কথা ফাঁস করলেন শর্মিলা ঠাকুর

Last Updated:
Sharmila Tagore Says She Was Pregnant With Saif During Aradhana: পর্দার বাইরে তাঁদের কেমিস্ট্রি ছিল অন্যরকম। রাজেশ খান্নার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল শর্মিলার। সেটাই বোধহয় ফুটে উঠত পর্দায়।
advertisement
1/5
‘আরাধনা’ শ্যুটিংয়ের সময় গর্ভবতী,রাজেশ খান্নার সঙ্গে ২টো ‘সমস্যা’ হয়েছিল শর্মিলার
শর্মিলা ঠাকুর এবং রাজেশ খান্না।বলিউডের অন্যতম হিট জুটি। বলা ভাল সুপারহিট জুটি। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে দিস্তে দিস্তে পাতা খরচ করেছেন চলচ্চিত্র সমালোচকরা। করবেন না-ই বা কেন! কী সব ছবি উপহার দিয়েছেন দু’জনে। ‘আরাধনা’, ‘অমর প্রেম’, ‘সফর’, ‘ছোটি বহু’। সেই সব ছবি আজও মুগ্ধ হয়ে দেখে আসমুদ্রহিমাচল।
advertisement
2/5
পর্দার বাইরে তাঁদের কেমিস্ট্রি ছিল অন্যরকম। রাজেশ খান্নার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল শর্মিলার। সেটাই বোধহয় ফুটে উঠত পর্দায়। ‘আরাধনা’-এর শ্যুটিংয়ের সময় গর্ভবতী ছিলেন শর্মিলা। সইফ তখন পেটে। এতদিন পর অজানা সেই গল্পই শোনালেন ‘কাশ্মীর কি কলি’। শর্মিলা বলেন, “কাকা (রাজেশ খান্না) আর আমি একসঙ্গে অনেক ছবি করেছি। দুজনেই মন দিয়ে কাজ করতাম। ‘আরাধনা’-এর শ্যুটিংয়ের সময় গর্ভবতী ছিলাম। সইফ তখন পেটে। আর ‘ছোটি বহু’-এর শ্যুটিংয়ের সময় সোহা।”
advertisement
3/5
রাজেশ খান্নাই বলিউডের প্রথম সুপারস্টার। স্বাভাবিকভাবেই তাঁর বায়নাক্কাও ছিল অনেক। কখনওই সময়ে সেটে আসতেন না। অনেক অভিনেতা, অভিনেত্রীই আগে এমন অভিযোগ করেছেন। শর্মিলাও বলছেন একই কথা, “কাকা (রাজেশ খান্না) আর আমার দুটো বড় সমস্যা ছিল। সেটে সবসময় দেরি করে আসতেন। ক্যামেরায় আমাদের দু’জনের প্রোফাইল ছিল একই। তাই যখন আমরা একসঙ্গে ফ্রেমে থাকতাম, দুজনেই ক্যামেরাম্যানকে বলতাম, ডানদিক থেকে শ্যুট করতে।”
advertisement
4/5
‘আরাধনা’ মুক্তি পায় ১৯৬৯ সালে। সুপার ডুপার হিট হয়। রাতারাতি স্টার থেকে সুপারস্টার হয়ে ওঠেন রাজেশ খান্না। এই ছবির ‘মেরে স্বপ্নো কি রানি’ গান আজও সমান জনপ্রিয়। পরের বছরেই মুক্তি পেয়েছিল ‘সফর’। এই ছবিতে অসুস্থ দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন রাজেশ এবং শর্মিলা। দু’বছর পর ১৯৭৩ সালে মুক্তি পায় ‘দাগ’। প্রেম আর ত্যাগ মিলেমিশে যায়। এই ছবিও সুপারহিট হয়। রাজেশ-শর্মিলার নাম তখন সবার মুখে মুখে ঘুরছে।
advertisement
5/5
মাত্র ১৩ বছর বয়সে রূপালি পর্দায় পর্দায় পা রেখেছিলেন শর্মিলা ঠাকুর। কেরিয়ার শুরু হয়েছিল কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে। ১৯৫৯ সালে মুক্তি পায় ‘অপুর সংসার’। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অপর্ণা চরিত্রে অভিনয় করে সবার মন জিতে নিয়েছিলেন শর্মিলা। তারপর পাড়ি দেন মুম্বই। পা রাখেন বলিউডে। হিন্দিতে তাঁর প্রথম ছবি ‘কাশ্মীর কি কলি’ মুক্তি পায় ১৯৬৪ সালে। ব্যস, আর পিছন ফিরে তাকাতে হয়নি শর্মিলাকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘আরাধনা’-এর শ্যুটিংয়ের সময় গর্ভবতী, রাজেশ খান্নার সঙ্গে দুটো ‘সমস্যা’ হয়েছিল, গোপন কথা ফাঁস করলেন শর্মিলা ঠাকুর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল