Jacqueline Fernandez : দোলের দিন কলকাতায় জ্যাকলিন! রঙের আনন্দে মেতে উঠলেন শহরবাসীর সঙ্গে
- Published by:Sayani Rana
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Jacqueline Fernandez : দোলের দিন কলকাতায় এলেন বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ।
advertisement
1/7

দোলের দিন কলকাতায় এলেন বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
advertisement
2/7
বাইপাসের ধারে এক প্রাইভেট হোলি পার্টিতে জ্যাকলিন উপস্থিত হন। সেখানে তিনি পারফর্মও করেন। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
advertisement
3/7
নিজের ছবির গানের সঙ্গে যেমন নাচ করেন। তেমনই ডিজে গানের সঙ্গেও সেখানে উপস্থিত মহিলাদের সঙ্গে কোমর দোলান জ্যাকলিন। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
advertisement
4/7
কলকাতাবাসীকে দোলের শুভেচ্ছাও জানান অভিনেত্রী। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
advertisement
5/7
জ্যাকলিন জানান, " হোলিতে প্রথমবার কলকাতায় এসে দারুণ লাগছে। চারিদিকে এত রং এবং এত মানুষ দোলের আনন্দে মেতে উঠেছেন দেখে আমার চোখ সার্থক।" (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
advertisement
6/7
পাশাপাশি তিনি, তাঁর আসন্ন ছবির সব কলকাতাবাসীকে দেখার জন্যও অনুরোধ জানান। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)
advertisement
7/7
কলকাতার এই উষ্ণ আন্তরিকতায় আপ্লুত বলি নায়িকা জ্যাকলিন। যেতে যেতে জানান, আবারও 'সিটি অফ জয়'-এ আসার ইচ্ছে রয়েছে তাঁর। (ছবি সৌজন্যে- @jacquelienefernandez)