Actress: শ্যুট থেকে বাদ! নায়িকার জায়গায় রাখা হয় কুকুর! এখন ৩৩৩০ কোটির সম্পত্তি...চিনতে পারছেন সুন্দরী অভিনেত্রীকে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Guess The Actress: এক সাক্ষাত্কারে নায়িকা জানান, একটি বিজ্ঞাপনে তাঁকে বাদ দিয়ে, তাঁর জায়গায় নেওয়া হয় একটি কুকুর।
advertisement
1/10

রুপোলি পর্দার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই মুখের কথা নয়। একটা সুযোগ পাওয়ার জন‍্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয় তারকাদের। একাধিক প্রত‍্যাখ‍্যান, অপমান সহ‍্য করে তবেই আজ প্রতিষ্ঠা পেয়েছেন এই নায়িকা। চিনতে পারছেন ছবির বাচ্চা মেয়েটিকে?
advertisement
2/10
বর্তমানে নায়িকার খ‍্যাতি তুঙ্গে। তাঁর সম্পত্তির পরিমাণও আকাশছোঁয়া। তবে অভিনয় যাত্রার শুরুর দিকে বহুবার প্রত‍্যাখ‍্যান সহ‍্য করতে হয়েছে অভিনেত্রীকে
advertisement
3/10
সুন্দরী প্রতিযোগীতায় জেতার খেতাব অর্জন করেছিলেন অভিনেত্রী। কিন্ত তারপরেও তাঁকে বাদ দেওয়া হয় বহু প্রোজেক্ট থেকে। এক সাক্ষাত্‍কারে নায়িকা জানান, একটি বিজ্ঞাপনে তাঁকে বাদ দিয়ে, তাঁর জায়গায় নেওয়া হয় একটি কুকুর।
advertisement
4/10
সম্প্রতি বিয়ের খবর প্রকাশ‍্যে আসার পরই তিনি চর্চায়। নায়িকা আর কেউ নন, নাগা চৈতন‍্যের দ্বিতীয় স্ত্রী শোভিতা ধুলিপালা। শোভিতা বর্তমানে ৩৩০০ কোটি সম্পত্তির মালিক।
advertisement
5/10
নাগা চৈতন‍্যের সঙ্গে সদ‍্য সাতপাকে বাঁধা পড়লেন শোভিতা ধুলিপালা। নাগার্জুনের পুত্রবধু শোভিতার জন্ম অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলার তেনালিতে। আদ‍্যপান্ত মধ‍্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা শোভিতার।
advertisement
6/10
তাঁর বাবা একজন মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার এবং মা একজন শিক্ষিকা। শোভিতা বিশাখাপত্তনমে স্কুলের পড়াশোনা শেষ করেন। প্রথমে তিনি কর্পোরেট আইন অধ্যয়ন করেন এবং তারপর মুম্বাই ইউনিভার্সিটি থেকে এইচআর বিজনেস এবং ইকোনমিক্সে ডিগ্রি অর্জন করেন।
advertisement
7/10
পড়ালেখায় ভাল হওয়ার পাশাপাশি শৈশব থেকেই ভারতনাট্যম ও কুচিপুড়ি শিখেছিলেন শোভিতা। ২০১০ সালে নেভি বল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নেভি ক‍্যুইন খেতাব অর্জন করেন। এরপর মডেলিংয়ের প্রতি তাঁর আগ্রহ বেড়ে যায়।
advertisement
8/10
শোভিতা এক সাক্ষাৎকারে জানান, মডেলিং করার পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পেতে অনেক সংগ্রাম করেছেন। সেসময় তাঁকে অনেক অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়।
advertisement
9/10
ওই সাক্ষাত্‍কারে শোভিতা জানান, একটি অডিশনের সময় তাকে বলা হয়েছিল যে ক্যামেরাটি ভেঙে গিয়েছে এবং তাকে পরের দিন আসতে বলা হয়েছিল। কিন্তু পরে তাকে বলা হয় যে তিনি এই চরিত্রের জন্য উপযুক্ত নন এবং তার জায়গায় একটি কুকুর রাখা হয়েছে।
advertisement
10/10
অত‍্যন্ত অপমানিত বোধ করেছিলেন নায়িকা। শোভিতা জানান, প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই সংস্থা তাকে আবার বিজ্ঞাপনের জন্য ডাকতে শুরু করে। তিনি একটি বিজ্ঞাপনে ঐশ্বর্য রাইয়ের সঙ্গেও কাজ করেছিলেন।