Gauri Khan: বিলাসবহুল জানলা, ভিন্টেজ আয়না! শাহরুখ পত্নী গৌরীর ডিজাইন করা বাড়ি কেমন, দেখুন ছবিতে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Gauri Khan: শাহরুখ খানের (Shah Rukh Khan) স্ত্রী। এটাই শুধু তাঁর পরিচয় নয়। গৌরী খান নিজে একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার ও প্রযোজক।
advertisement
1/6

শাহরুখ খানের (Shah Rukh Khan) স্ত্রী। এটাই শুধু তাঁর পরিচয় নয়। গৌরী খান (Gauri Khan) নিজে একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার ও প্রযোজক। সম্প্রতি মুম্বইয়ের বেশ কিছু বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ডিজাইন করেছেন তিনি। তারই মধ্যে কয়েকটির ছবি ভাগ করে নিয়েছেন গৌরী।
advertisement
2/6
ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, আমি সম্প্রতি লোধাগ্রুপ ইন্ডিয়ার সঙ্গে জোট বেঁধে মুম্বইয়ের ট্রাম্প টাওয়ারে একটি শো রেসিডেন্স ডিজাইন করেছি। এই বাড়িগুলিতে সৌন্দর্য, বিলাসিতা ও কমনীয়তা রয়েছে।
advertisement
3/6
ছবিগুলি দেখলেই বোঝা যায়, নিখুঁত ভাবে সাজিয়েছেন গৌরী। বিরাট কাঁচের জানলা দিয়ে দেখা যায় শহর মুম্বই। চোখে পড়ার মতো ইন্ডোর প্ল্যান্ট, কার্পেট, বসার জায়গা, ভিন্টেজ স্টাইলের আয়না, ল্যাম্প ইত্যাদি।
advertisement
4/6
এই অ্যাপার্টমেন্টটি মুম্বইয়ের ওরলি এলাকার। দিন কয়েক আগেও আরও কিছু ছবি আপলোড করা হয় গৌরী খান ডিজাইন এর অ্যাকাউন্ট থেকে।
advertisement
5/6
বলিউডের অন্যতম নামী ইন্টেরিয়র ডিজাইনারদের মধ্যে একজন হলেন গৌরী। তারকা সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্ডেজ ও রণবীর সহ আরও অনেকের বাড়ির ইন্টেরিয়র তিনি ডিজাইন করেছেন।
advertisement
6/6
জুলাইতে গৌরী জানান, তিনি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ফ্যাশন স্টুডিও ডিজাইন করেছেন। সেই ছবিও তিনি শেয়ার করেছিলেন।