Singer Shaan: তারুণ্য ধরে রাখার জন্য এ কী করেছিলেন শান! ফলও ভোগ করতে হয়েছিল বাঙালি গায়ককে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Singer Shaan: শান তাঁর পুরনো ছবিগুলি নেড়েঘেঁটে দেখলে তিনি বুঝতে পারেন যে তাঁর বয়স হচ্ছে। কিন্তু বয়স ধরে রাখার চেষ্টা যে একেবারেই করেননি, তা কিন্তু নয়। নিজের সম্পর্কে মজার গল্প বললেন বাঙালি গায়ক।
advertisement
1/6

জীবনের অর্ধেকটা পার করে এসেছেন সঙ্গীতশিল্পী শান্তনু মুখোপাধ্যায় থুড়ি শান। বিনোদন জগতের সঙ্গে যুক্ত। নিজের চেহারার প্রতি নজর তো দিতেই হবে। অনেকেই বলেন, শানের বয়স হয় না। কীভাবে এখনও তারুণ্য ধরে রেখেছেন শান?
advertisement
2/6
এই প্রসঙ্গ উঠলেই শান তাঁর পুরনো ছবিগুলি নেড়েঘেঁটে দেখেন। তাতেই তিনি বুঝতে পারেন যে তাঁর বয়স হচ্ছে। কিন্তু বয়স ধরে রাখার চেষ্টা যে একেবারেই করেননি, তা কিন্তু নয়। নিজের সম্পর্কে মজার গল্প বললেন বাঙালি গায়ক।
advertisement
3/6
জানা গেল, তিনি এক সময়ে অ্যান্টি-এজিং ক্রিম মাখতেন। কিন্তু শানের আফশোস, সেই সব ক্রিম মোটেও কাজ করেনি তাঁর ক্ষেত্রে।
advertisement
4/6
শানের কথায়, ‘‘অ্যান্টি-রিঙ্কেল, অ্যান্টি-এজিং ক্রিম ব্যবহার শুরু করেছিলাম, কিন্তু কাজ দেয়নি। আমার আবার তৈলাক্ত ত্বক, সারা মুখে ব্রণ হয়ে গিয়েছিল।’’
advertisement
5/6
১৯৯০-এর দশকে প্রথম আত্মপ্রকাশ শানের। সম্প্রতি ১৪ বছর পর সঞ্চালনায় ফিরেছেন গায়ক। ‘মিকা দি ভোহতি’ শো সঞ্চালনা করেছিলেন। যেখানে গায়ক মিকা সিং নিজের জীবনসঙ্গী খুঁজে পেয়েছিলেন। সেই শো-তে শান মনের তারুণ্য নিয়ে মুখ খুলেছিলেন।
advertisement
6/6
শান বলেছিলেন, ‘‘মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরকে দিকে তাকান, আজকালকার দিনে বয়স আর কোনও সমস্যাই নয়। শারীরিক ভাবে কতটা ফিট আছেন, তার উপর আপনার তারুণ্য নির্ভর করে না। আপনি মনে মনে নিজেকে কতটা তরুণ বা বয়স্ক ভাবছেন, সেটাই আসল।”