Alisha Chinai: ‘মেড ইন ইন্ডিয়া’র আলিশাকে মনে আছে? ৩০ বছর পর অনেক বদলে গিয়েছেন গায়িকা! দেখলে বিশ্বাসই হবে না, হঠাত্ করেই ফের ভাইরাল শিল্পীর ভিডিও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Alisha Chinai: ইন্ডি-পপের জমানা পেরিয়ে বয়ে গিয়েছে অনেকটা সময়। হিন্দি গানের জগতে উথ্বান-পতন হয়েছে একাধিক গায়ক-গায়িকার। কিছু শিল্পী প্রতিভা আর দক্ষতার গুণে এখনও রাজত্ব করে চলেছেন। তবে আলিশাকে বহুদিন দেখা যায়নি কোথাও।
advertisement
1/8

৯০-এর দশকে সাড়া ফেলে দিয়েছিলেন গায়িকা আলিশা চিনয়। ‘মেড ইন ইন্ডিয়া’র তালে তখন মজে আসমুদ্র হিমাচল। একাধারে সুন্দরী, আবার সুকণ্ঠী, ভক্তদের হৃদয়ে একসময় আলোড়ন ফেলে দিয়েছিলেন আলিশা।
advertisement
2/8
মুক্তির সঙ্গে সঙ্গেই তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল ‘মেড ইন ইন্ডিয়া’ গানটি। আলিশার কেরিয়ারের সবচেয়ে বড় হিট। তারপর খুব স্বাভাবিক ভাবেই প্লে-ব‍্যাকের দরজা হাট করে খুলে গিয়েছিল আলিশার জন‍্য‍।
advertisement
3/8
হিন্দি ছবিতে একের পর এক জনপ্রিয় গান গেয়েছেন গায়িকা। তবে আলিশার মূল পরিচিত কিন্তু ইন্ডি-পপের হাত ধরেই। ৯০-এর দশকে তাঁকে হিন্দি পপের রানি (হিন্দি-পপ ক‍্যুইন) বলা হত।
advertisement
4/8
ইন্ডি-পপের জমানা পেরিয়ে বয়ে গিয়েছে অনেকটা সময়। হিন্দি গানের জগতে উথ্বান-পতন হয়েছে একাধিক গায়ক-গায়িকার। কিছু শিল্পী প্রতিভা আর দক্ষতার গুণে এখনও রাজত্ব করে চলেছেন। তবে আলিশাকে বহুদিন দেখা যায়নি কোথাও।
advertisement
5/8
সম্প্রতি দেখা মিলেছে আলিশার। একটি ভিডিওতে ফের ৩০ বছর পর তাঁর গলাতেই শোনা গেল ‘মেড ইন ইন্ডিয়া’ গানটি। ভিডিওটি সামনে আসতেই হইচই ফেলে দেয় সোশ‍্যাল মিডিয়ায়।
advertisement
6/8
ভিডিওতে আলিশার চেহারায় বয়সের ছাপ পড়লেও গলায় পড়েনি। তাঁর গলা আজও একইরকম মাধুর্যে ভরা। শুনতে শুনতে দিব‍্যি ফিরে যাওয়া যায় ৯০-এর দশকে।
advertisement
7/8
ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। প্রচুর মানুষ এতে লাইক করেছেন, কমেন্ট করেছেন। তবে আলিশার চিরপরিচিত চুলের স্টাইল এখনও একইরকম রয়েছে।
advertisement
8/8
১৮ মার্চ ১৯৬৫-এ গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করা আলিশা চিনয়। তাঁর আসল নাম সুজাতা। তিনি ১৯৮৫-এ অ্যালবাম জাদু দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। তবে আকাশছোঁয়া পেয়েছিলেন ‘মেড ইন ইন্ডিয়া’ গানটি দিয়েই।