Bollywood Gossip: পতৌদির সঙ্গে প্রেম, রাজ কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন... পাঁচটি বিচ্ছেদ, টেকেনি বিয়ে! সব হারিয়ে আজ কোথায় নিঃসন্তান এই নায়িকা?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এরপর তিনি মনসুর আলি খান পতৌদির প্রেমে পড়েন। কিন্তু এর মধ্যেই শর্মিলার সঙ্গে দেখা হয় পতৌদির এবং তারপর দুজনেরই বিচ্ছেদ হয়ে যায়। ১৯৭০ সালে রবি মোহনকে বিয়ে করেন সিমি।
advertisement
1/7

আজ আমরা বলব হিন্দি সিনেমার সেই অভিনেত্রীর কথা, যাঁকে বলিউড নাম দিয়েছে 'দ্য লেডি ইন হোয়াইট'। পৃথিবীর তোয়াক্কা না করে ৫০ বছর আগে এমন সাহসী দৃশ্য উপহার দিয়েছিলেন যে দর্শকেরা চমকে যান। শুধু সুন্দরী নন, তিনি মার্জিত এবং শালীন। খুব অল্প বয়সে, তিনি বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছিলেন। ইংল্যান্ড থেকে তাঁর শিক্ষা সম্পূর্ণ করেছিলেন তিনি। অনর্গল ইংরেজি বলতে পারতেন এই নায়িকা। মাত্র ৫ বছর বয়সে যেই অভিনেতার ভক্ত হয়ে ছিলেন, চলচ্চিত্রে প্রবেশ করার পরে তাঁর সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েন বলে শোনা যায়।
advertisement
2/7
আমরা যেই অভিনেত্রীর কথা বলছি তাঁর বিতর্কিত জীবন আজও আলোচিত। বিবাহিত হলেও বেশিদিন টেকেনি বিয়ে। এরপর স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সারাজীবন একাকী কাটালেন তিনি। ৬০-৭০ দশকের এই অভিনেত্রী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার সঙ্গে সঙ্গেই বিখ্যাত হয়ে ওঠেন। কে এই সুন্দরী?
advertisement
3/7
দ্য লেডি ইন হোয়াইট' সিমি গারেওয়াল হিন্দি ছবি দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেননি। ইংরেজি চলচ্চিত্র 'টারজান গোজ টু ইন্ডিয়া' দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। সিমি ১৯৪৭ সালের ১৭ অক্টোবর জন্মগ্রহণ করেন। লুধিয়ানায় জন্মগ্রহণকারী সিমি ইংল্যান্ডে বড় হয়েছেন এবং নিউল্যান্ড হাউস স্কুলে পড়াশোনা করেছেন। কথিত আছে যে তাঁর মাও খুব সুন্দরী ছিলেন।
advertisement
4/7
৫ বছর বয়সে তিনি রাজ কাপুরের ছবি আওয়ারা দেখেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি মুম্বই আসেন। 'মেরা নাম জোকার' ছবির মাধ্যমে সবচেয়ে বড় ব্রেক পান তিনি। ছবিতে সিমির ভূমিকা খুব বেশি লম্বা না হলেও গল্পের মূল বিষয় তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে।
advertisement
5/7
তিনি রাজ কাপুর এবং সত্যজিৎ রায়ের মতো মহান পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। রিল লাইফের মতোই তাঁর বাস্তব জীবনও ছিল বর্ণময়। তাঁর নাম কখনও রাজ কাপুরের সঙ্গে আবার কখনও মনমোহন দেশাইয়ের সঙ্গে জড়িয়েছে।
advertisement
6/7
প্রথম ব্যক্তি যিনি সিমির জীবনে রঙ এনেছিলেন, তিনি জামনগরের মহারাজা। ১৭ বছর বয়সে প্রথমবার প্রেমে পড়েন সিমি। এরপর তিনি মনসুর আলি খান পতৌদির প্রেমে পড়েন। কিন্তু এর মধ্যেই শর্মিলার সঙ্গে দেখা হয় পতৌদির এবং তারপর দুজনেরই বিচ্ছেদ হয়ে যায়। ১৯৭০ সালে রবি মোহনকে বিয়ে করেন সিমি।
advertisement
7/7
সন্তানসুখ তাঁর কপালে জোটেনি। সিমি গারেওয়াল শুধু হিন্দি নয়, বাংলা ও পাঞ্জাবি ছবিতেও কাজ করেছেন। সুভাষ ঘাইয়ের সাথে 'কার্জ' ছবির পর, সিমি বলিউডকে বিদায় জানান এবং তাঁর টক শোর মাধ্যমে নিজের বিশেষ পরিচিতি তৈরি করেন।