Sidharth Shukla-Shehnaaz Gill: মুক্তির আগেই মৃত্যু! সিদ্ধার্থ শুক্লা-শেহনাজ গিলের একসঙ্গে শেষ মিউজিক ভিডিও লিক, দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
কোথায় যেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল (Sidharth Shukla-Shehnaaz Gill) মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন।
advertisement
1/7

ভালোবেসে ভক্তরা তাঁদের জুটিকে ডাকত 'সিডনাজ' বলে। অর্থাৎ কোথায় যেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল (Sidharth Shukla-Shehnaaz Gill) মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন। কিছুদিন আগেই সিদ্ধার্থ ও শেহনাজ গোয়াতে গিয়ে একটি মিউজিক ভিডিও শ্যুট করেছিলেন একসঙ্গে। সেটির গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল।
advertisement
2/7
গত ২ সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর পর বৃহস্পতিবার সেই মিউজিক ভিডিওর বেশ কিছু বিহাইন্ড দ্য সিন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
3/7
ছবিগুলিতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ ও শেহনাজ দারুণ মজা করে ভিডিওটির শ্যুটিং করছেন। তাঁদের সঙ্গে আরও অনেকেই রয়েছেন। গোয়ার বিচে রঙের সামঞ্জস্য রেখে পোশাক পরে শ্যুট করছেন তাঁরা। গানটির নাম 'হ্যাবিট'।
advertisement
4/7
গত বছরের ডিসেম্বরে গোয়াতে এই মিউজিক ভিডিও শ্যুট করেছিলেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। এই ভিডিওটি এখনও মুক্তি পায়নি। তার আগেই আচমকা সিদ্ধার্থের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। ফলে নতুন করে তাঁদের জুটির মিউজিক ভিডিওর ছবি নজর কেড়েছে ভক্তদের।
advertisement
5/7
'বিগ বস ১৩'-র ঘরে একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। দু'জনের মধ্যে বোঝাপড়া, সম্পর্ক, ঘনিষ্ঠতা সবই ধীরে ধীরে বেড়ে উঠেছিল এই বিগ বসের ঘরেই। বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা, কিন্তু তাঁদের রসায়ন দর্শকের মন জয় করেছিল। দর্শক ভালোবেসে তাঁদের 'সিডনাজ' জুটি বলে ডাকত।
advertisement
6/7
সিদ্ধার্থকে সব সময়ই আগলে রাখতেন শেহনাজ। ঘরের অন্য প্রতিযোগীদের সঙ্গে অশান্তির সময় শেহনাজ সব সময়ই সিদ্ধার্থের পাশে থাকতেন। একাধিক বার শো-তে তাঁদের ঘনিষ্ঠ অবস্থাতে দেখাও গিয়েছে। সূত্রের খবর, তাঁরা নাকি বিয়েও করবেন ভেবেছিলেন। গত মাসে টেলিভিশনের রিয়ালিটি শো ডান্স দিওয়ানে ৩ ও বিগ বস ওটিটি-তে দেখা গিয়েছিল এই জুটিকে। রিয়ালিটি শো-তেও পারফর্ম করেছিলেন তাঁরা একসঙ্গে।
advertisement
7/7
গত ২ সেপ্টেম্বর বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত সিদ্ধার্থ শুক্লা। এই খবর পেয়েই শ্যুটিং বন্ধ করে দেন শেহনাজ। সেখান থেকে বেরিয়ে যান তিনি। একটি সংবাদমাধ্যমকে শেহনাজের বাবা সনতোখ সিং সুখ জানিয়েছিলেন, 'আমার শরীর ভালো নেই। কথা বলতে পারব না। বিশ্বাস করতে পারছি না যে সিদ্ধার্থ নেই।' শেহনাজের প্রসঙ্গে তিনি বলেন, 'শেহনাজ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর ভাই শেহবাজ ইতিমধ্যেই দিদির বাড়িতে চলে গিয়েছেন।'