জলের তলায় কালো পোশাকে তুমুল নাচ বলি অভিনেত্রীর ! উষ্ণ ছবিতে ভাইরাল নায়িকা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
শ্রুতি হাসান ! সাউথের জনপ্রিয় অভিনেত্রী। বলিউডেও করেছেন বেশ কিছু কাজ।
advertisement
1/6

শ্রুতি হাসান ! সাউথের জনপ্রিয় অভিনেত্রী। বলিউডেও করেছেন বেশ কিছু কাজ। তবে এটাই শুধু তাঁর পরিচয় নয়। তিনি সুপারস্টার কমল হাসানের মেয়ে। photo source Instagram
advertisement
2/6
শ্রুতি ছোট থেকেই একজন খুব ভাল ডান্সার। নাচ ও গান শ্রুতির প্রথম পছন্দ। photo source Instagram
advertisement
3/6
তিনি দিনের বেশিরভাগ সময়টা কাটান গান গেয়ে। সম্প্রতি তিনি নিজের ঠোঁট সার্জারি করেছেন। আরও একটু বেশি সুন্দরী হতেই এই চেষ্টা তাঁর। তবে এতে মেয়ের উপর কিছুটা চটেছিলেন বাবা কমল হাসান।photo source Instagram
advertisement
4/6
শ্রুতি তাঁর ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন। জলের নীচে নাচ করছেন তিনি। photo source Instagram
advertisement
5/6
ছবি পোস্ট করে শ্রুতি লেখেন, "আমি জলের তলায় অনেকক্ষণ ডুবে থাকতে পারি। আমার পা মাটি ছোঁয় না। এমনকি নাচতেও পারি। photo source Instagram
advertisement
6/6
তিনি নিজেকে এই ছবিতে ওয়াটার বেবি বলেছেন। photo source Instagram