TRENDING:

ভেঙে গেল ৪০ বছরের সুদীর্ঘ দাম্পত্য, দেখে নিন কেমন ছিল ঋষি-নিতুর বিয়ের সেই দিন

Last Updated:
advertisement
1/7
ভেঙে গেল ৪০ বছরের সুদীর্ঘ দাম্পত্য, দেখে নিন কেমন ছিল ঋষি-নিতুর বিয়ের সেই দিন
• থেমে গেলেন তিনি । পথ চলতে শুরু করেছিলেন একসঙ্গে । কিন্তু আচমকাই থমকে গেল একজনের জীবনপ্রদীপ । অন্যজন এখন একা... সম্পূর্ণ একা ।
advertisement
2/7
• চার দশক আগে ১৯৮০-র ২২ জানুয়ারি ঋষি কাপুর আগ নিতু সিংয়ের চার হাত এক হয়েছিল । তারপর থেকে কখনও আলাদা হননি দু’জনে । কিন্তু জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আলাদা হতেই হল তাঁদের । বৃহস্পতিবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি । তখনও স্বামীর মাথার পাশে ঠায় দাঁড়িয়ে নিতু ।
advertisement
3/7
• ‘জহরলীলা ইনসান’ ছবির সেটে প্রথম আলাপ ঋষি-নিতুর ।এরপর ‘অমর আকবর অ্যান্টনি’, ‘খেল খেল মে’, ‘কভি কভি’, ‘দো দুনি চার’ একেরপর এক ছবিতে একসঙ্গে কাজ করতে থাকেন দু’জনে । সেখান থেকেই শুরু হয় প্রেম।
advertisement
4/7
• বিয়ে হয় ১৯৮০-তে । এরপর ঋদ্ধিমা আর রণবীর, দুই ছেলে-মেয়ের জন্ম দেন নিতু । ধীরে ধীরে সরে আসেন বিনোদনের দুনিয়া থেকেও ।
advertisement
5/7
• ‘জহরলীলা ইনসান’ ছবির সময় সদ্যই ঋষির প্রেম ভেঙেছে । ১৯৭৩ সালে মুক্তি পায় রাজ কাপুরের ‘ববি’ । লিড রোলে ঋষির প্রথম সিনেমা, বিপোরীতে ডিম্পল কাপাডিয়া। ডিম্পল তখন রাজেশ খান্নার ঘরণী । কিন্তু ‘ববি’ মুক্তির পরেই ঋষি আর ডিম্পলের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে । তখনকার বিখ্যাত ফিল্ম ম্যাগাজিন ‘স্টারডাস্ট’-এ সে কথা বড় করে ছাপা হয় । এতেই রাগে, দুঃখে ঋষিকে ছেড়ে চলে যান ইয়াসমিন । তখন নিতুর সাহায্যে ইয়াসমিনের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন ঋষি । তাঁকে টেলিগ্রাম করতে সাহায্য করতেন নিতু ।
advertisement
6/7
• ধীরে ধীরে ঋষি বুঝতে পারেন নিতুই তাঁর জীবনের সেই মানুষ, যে সামনে না থাকলে তাঁকে মিস করেন তিনি । শুধু মিস করছি এই কথাটা জানাতে ইউরোপ থেকে কাশ্মীরে নিতুকে টেলিগ্রাম করেছিলেন ঋষি ।
advertisement
7/7
• অন্যদিকে, নিতু জানিয়েছিলেন, সেটে ঋষি সবসময় নাকি তাঁর মেকআপ আর ড্রেস নিয়ে পিছনে লাগতেন । এতেই রেগে যেতেন যুবতী নিতু । তবে তাঁদের বন্ধুত্বও ছিল প্রচন্ড গাঢ় ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ভেঙে গেল ৪০ বছরের সুদীর্ঘ দাম্পত্য, দেখে নিন কেমন ছিল ঋষি-নিতুর বিয়ের সেই দিন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল