TRENDING:

Bollywood Actress: ‘একটা অফারও নেই’! সঞ্জয় লীলা বনশালিও বাঁচাতে পারল না ডুবতে থাকা কেরিয়ার? ১ বছর ধরে হাপিত্যেশ সুন্দরী নায়িকার

Last Updated:
Bollywood Actress: সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় অভিনয় করার পর ঘুরে যেতে পারে কেরিয়ারের মোড়। তবে বলিউডের এক নায়িকার সেকথা ফলল না। সঞ্জয়ের পরিচালনায় তুখোড় হিট দিয়েই নায়িকার কেরিয়ারের কালো সময় যেন কাটছেই না।
advertisement
1/8
সঞ্জয় লীলা বনশালিও বাঁচাতে পারল না ডুবতে থাকা কেরিয়ার? ১ বছর ধরে হাপিত্যেশ নায়িকার
সঞ্জয় লীলা বনশালী আর হিট, একরকম সমার্থক। সঞ্জয় লীলী বনশালীর সিনেমা মানেই হলভর্তি দর্শক। বলিউডে সেরার তালিকায় শীর্ষে থাকা পরিচালকের পরিচালনায় অভিনয় করার জন‍্যও তাই মুখিয়ে থাকেন বলিউডের নামজাদা অভিনেতা অভিনেত্রীরা।
advertisement
2/8
সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় অভিনয় করার পর ঘুরে যেতে পারে কেরিয়ারের মোড়, প্রথম সারীর নায়ক নায়িকারাও স্বীকার করে থাকেন একথা। তবে বলিউডের এক নায়িকার সেকথা ফলল না। সঞ্জয়ের পরিচালনায় তুখোড় হিট দিয়েই নায়িকার কেরিয়ারের কালো সময় যেন কাটছেই না।
advertisement
3/8
সিনেমার পর ‘হীরামন্ডি’ দিয়ে ওটিটির জগতে প্রথম পা রাখেন ‘পদ্মাবত’ পরিচালক। সঞ্জয় লীলা বনশালীর ম‍্যাজিক অটুট ওটিটিতেও। সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, রিচা চাড্ডার মতো একাধিক নায়িকাকে নিয়ে তৈরি তাঁর সিরিজও সাড়া ফেলে দেয়।
advertisement
4/8
এই সিরিজেই সোনাক্ষী, মনীষাদের অভিনয় করেছিলেন অদিতি রাও হায়দারি। এই সিরিজে অভিনয় করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন অদিতি। অভিনয় তো বটেই তাঁর একটি গানে ‘গজগামিনী ওয়াক’ ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।
advertisement
5/8
অদিতির অভিনয় জগতের পা রেখেছেন বহুবছর আগেই। একাধিক তাবড় পরিচালকদের সঙ্গে কাজও করেছেন। কিন্তু তা সত্ত্বেও বলিউডের প্রথম সারীর নায়িকাদের তালিকায় এখনও আসতে পারেননি অদিতি।  Image aditiraohydari Instagram
advertisement
6/8
হীরামন্ডির অসাধারণ সাফল‍্য, সকলের প্রশংসার বন‍্যার পরেও এক বছর বসেছিলেন অভিনেত্রী। লিলি সিংক দেওয়া এক সাক্ষাত্‍কারে নায়িকা নিজেই দু:খ প্রকাশ করেছিলেন এই নিয়ে। প্রধানত নারী কেন্দ্রিক ছবিতে তাঁকে দেখা গেলেও, মূল ধারার ছবিতে কেন দেখা যায় না অদিতিকে?  Image aditiraohydari Instagram
advertisement
7/8
অভিনেত্রী জানিয়েছিলেন, ‘‘দেখুন হীরামন্ডির পর সবকিছু এত ভাল ছিল। সিরিজটা এত ভাল ছিল। আমার এত প্রশংসা হয়েছিল, আমাকে এত ভালবাসা পেয়েছিলাম, কিন্তু কি আমি কাজ পেয়েছি? না। আমি এর পর থেকে কোনও কাজ পাইনি। আমি কোনও শো বা সিনেমা সাইন করিনি।  Image aditiraohydari Instagram
advertisement
8/8
হীরামন্ডির পর থেকে তিনি কাজের জন্য অপেক্ষায়। তাকে কেউ কোনও রোল অফার করেননি। হীরামন্ডির মতো শো সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন যে এই লেভেলে, এই বাজেটের শো আবার সিরিজ তৈরি করা কঠিন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress: ‘একটা অফারও নেই’! সঞ্জয় লীলা বনশালিও বাঁচাতে পারল না ডুবতে থাকা কেরিয়ার? ১ বছর ধরে হাপিত্যেশ সুন্দরী নায়িকার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল