TRENDING:

Salman-Aishwarya: ঐশ্বর্যর সঙ্গে এ কী করতেন সলমন! শেষমেশ পরিচালককে দিতে হয় বকা? এই কারণেই কী ভাঙে চর্চিত প্রেম?

Last Updated:
Salman-Aishwarya: সলমন খান এবং ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক আজও বলিউডের অন‍্যতম চর্চিত প্রেম কাহিনী। বলিউডের এই দুই তারকার প্রেম এবং বিচ্ছেদ নিয়ে এখনও বলিউডের অন্দরে শোনা যায় ফিসফাস।
advertisement
1/10
ঐশ্বর্যর সঙ্গে এ কী করতেন সলমন! শেষে পরিচালককে দিতে হয় বকা? এতে কী ভাঙে সম্পর্ক
সলমন খান এবং ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক আজও বলিউডের অন‍্যতম চর্চিত প্রেম কাহিনী। বলিউডের এই দুই তারকার প্রেম এবং বিচ্ছেদ নিয়ে এখনও বলিউডের অন্দরে শোনা যায় ফিসফাস।
advertisement
2/10
ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্কের টালমাটাল অবস্থা নিয়েও মিডিয়ার অন্দরে নানা গুঞ্জন। তার মাঝেই সলমন-ঐশ্বর্যর চর্চিত সম্পর্ক নিয়ে এই ঘটনা ফের চর্চায়। সৌজন‍্যে এক পুরনো সাক্ষাত্‍কার।
advertisement
3/10
সলমন খান, ঐশ্বর্য রাই এবং অজয় দেবগন অভিনীত ‘হাম দিল দে চুকে সনম’ আজও বহু দর্শকের অন‍্যতম প্রিয় ছবি। শ‍োনা যায়, এই ছবির শ‍্যুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে ছিলেন সলমন-ঐশ্বর্য।
advertisement
4/10
এই ছবিতে ঐশ্বর্যের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন স্মিতা জায়কার হাম দিল দে চুকে সনমের সেটে সলমন-ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে তিনি খোলাখুলি কথা বলেছিলেন এক সাক্ষাত্‍কারে।
advertisement
5/10
স্মিতার কথায়, ‘‘ওদের প্রেমটা তখন সবে শুরু হয়েছে। যা এই ছবিটার জন‍্যও খুব লাভজনক হয়েছিল।’’ সেটে সলমনকে বকা খেতে হয়েছিল, তাও জানালেন স্মিতা।
advertisement
6/10
স্মিতা জাইকারের কথায়, একটি কাজের জন‍্য পরিচালক সঞ্জয় লীলা বনশালি রীতিমতো বকাঝকা করেছিলেন সলমনকে। কিন্ত কেন?
advertisement
7/10
ওই সাক্ষাত্‍কারে স্মিতা জায়কার জানান, সলমন নাকি দৃশ‍্যে না থাকা সত্ত্বেও ‘ছুঁয়েছিলেন’ রাই সুন্দরীকে। স্মিতার কথায়, ‘‘নিজেকে আটকাতে পারেননি’ তিনি।
advertisement
8/10
একাজের জন‍্যই পরিচালক সঞ্জয় বকা দেন সল্লুভাইকে। হাম দিল দে চুকে সনমের বিখ‍্যাত গান ‘আঁখো কি গুস্তাকিঁয়া’র শ‍্যুটিংয়েই নাকি হয়েছিল এই ঘটনা।
advertisement
9/10
যদিও, এই ঘটনা নিয়ে সলমন বা ঐশ্বর্য কেউই মুখ খোলেননি। এমনকী একটি সাংবাদিক বৈঠক করে ঐশ্বর্য জানিয়েছিলেন তাঁর সঙ্গে ভবিষ‍্যতে যেন সলমনের নাম জড়ায়।
advertisement
10/10
বর্তমানে ঐশ্বর্য রাই হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। অভিষেকের সঙ্গে ১৭ বছরের বিবাহিত জীবন। তাঁদের এক কন‍্যা আরাধ‍্যা বচ্চন। সলমন যদিও আজও কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধেননি। তবু আজও সলমন-ঐশ্বর্যের চর্চিত প্রেম থেকে বিচ্ছেদ নিয়ে চর্চার শেষ নেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Salman-Aishwarya: ঐশ্বর্যর সঙ্গে এ কী করতেন সলমন! শেষমেশ পরিচালককে দিতে হয় বকা? এই কারণেই কী ভাঙে চর্চিত প্রেম?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল