Salman-Aishwarya: ঐশ্বর্যর সঙ্গে এ কী করতেন সলমন! শেষমেশ পরিচালককে দিতে হয় বকা? এই কারণেই কী ভাঙে চর্চিত প্রেম?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Salman-Aishwarya: সলমন খান এবং ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক আজও বলিউডের অন্যতম চর্চিত প্রেম কাহিনী। বলিউডের এই দুই তারকার প্রেম এবং বিচ্ছেদ নিয়ে এখনও বলিউডের অন্দরে শোনা যায় ফিসফাস।
advertisement
1/10

সলমন খান এবং ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক আজও বলিউডের অন্যতম চর্চিত প্রেম কাহিনী। বলিউডের এই দুই তারকার প্রেম এবং বিচ্ছেদ নিয়ে এখনও বলিউডের অন্দরে শোনা যায় ফিসফাস।
advertisement
2/10
ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্কের টালমাটাল অবস্থা নিয়েও মিডিয়ার অন্দরে নানা গুঞ্জন। তার মাঝেই সলমন-ঐশ্বর্যর চর্চিত সম্পর্ক নিয়ে এই ঘটনা ফের চর্চায়। সৌজন্যে এক পুরনো সাক্ষাত্কার।
advertisement
3/10
সলমন খান, ঐশ্বর্য রাই এবং অজয় দেবগন অভিনীত ‘হাম দিল দে চুকে সনম’ আজও বহু দর্শকের অন্যতম প্রিয় ছবি। শোনা যায়, এই ছবির শ্যুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে ছিলেন সলমন-ঐশ্বর্য।
advertisement
4/10
এই ছবিতে ঐশ্বর্যের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন স্মিতা জায়কার হাম দিল দে চুকে সনমের সেটে সলমন-ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে তিনি খোলাখুলি কথা বলেছিলেন এক সাক্ষাত্কারে।
advertisement
5/10
স্মিতার কথায়, ‘‘ওদের প্রেমটা তখন সবে শুরু হয়েছে। যা এই ছবিটার জন্যও খুব লাভজনক হয়েছিল।’’ সেটে সলমনকে বকা খেতে হয়েছিল, তাও জানালেন স্মিতা।
advertisement
6/10
স্মিতা জাইকারের কথায়, একটি কাজের জন্য পরিচালক সঞ্জয় লীলা বনশালি রীতিমতো বকাঝকা করেছিলেন সলমনকে। কিন্ত কেন?
advertisement
7/10
ওই সাক্ষাত্কারে স্মিতা জায়কার জানান, সলমন নাকি দৃশ্যে না থাকা সত্ত্বেও ‘ছুঁয়েছিলেন’ রাই সুন্দরীকে। স্মিতার কথায়, ‘‘নিজেকে আটকাতে পারেননি’ তিনি।
advertisement
8/10
একাজের জন্যই পরিচালক সঞ্জয় বকা দেন সল্লুভাইকে। হাম দিল দে চুকে সনমের বিখ্যাত গান ‘আঁখো কি গুস্তাকিঁয়া’র শ্যুটিংয়েই নাকি হয়েছিল এই ঘটনা।
advertisement
9/10
যদিও, এই ঘটনা নিয়ে সলমন বা ঐশ্বর্য কেউই মুখ খোলেননি। এমনকী একটি সাংবাদিক বৈঠক করে ঐশ্বর্য জানিয়েছিলেন তাঁর সঙ্গে ভবিষ্যতে যেন সলমনের নাম জড়ায়।
advertisement
10/10
বর্তমানে ঐশ্বর্য রাই হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। অভিষেকের সঙ্গে ১৭ বছরের বিবাহিত জীবন। তাঁদের এক কন্যা আরাধ্যা বচ্চন। সলমন যদিও আজও কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধেননি। তবু আজও সলমন-ঐশ্বর্যের চর্চিত প্রেম থেকে বিচ্ছেদ নিয়ে চর্চার শেষ নেই।