‘বাবার জন্য ড্রাগ দরকার’, রিয়ার ভাই শৌভিকের মেসেজের স্ক্রিনশট ভাইরাল নেটদুনিয়ায়
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এ বার প্রকাশ্যে এসেছে শৌভিকের একটি মেসেজের স্ক্রিনশট । তাতে দেখা যাচ্ছে বাবার জন্য মাদক চাইছেন তিনি ।
advertisement
1/8

• সুশান্তের মৃত্যু তদন্তে এখন একের পর এক বিস্ফোরক তথ্য সকলের সামনে উঠে আসছে । তার মধ্যে অন্যতম রিয়া এবং তাঁর পরিবারের সঙ্গে সুশান্তের সহকারীদের মাদক যোগ ।
advertisement
2/8
• এই তদন্তে এখন একযোগে কাজ করছে তিনটি কেন্দ্রীয় সংস্থা । সিবিআই, ইডি এবং এনসিবি । এদের যৌথ জেরার মুখে উঠে আসছে একাধিক তথ্যপ্রমাণ । মাদক চক্রে জড়িত ৫ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ।
advertisement
3/8
• এরা প্রায় প্রত্যেকেই স্বীকার করেছে তাদের সঙ্গে মাদক লেনদেনে যোগ ছিল শৌভিক চক্রবর্তীর । এ ছাড়াও সুশান্তের ম্যানেজার, সহকারীদের নামও উঠে আসছে । মাদকচক্রে শৌভিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল স্যামুয়েল মিরান্ডার ।
advertisement
4/8
• এ বার প্রকাশ্যে এসেছে শৌভিকের একটি মেসেজের স্ক্রিনশট । তাতে দেখা যাচ্ছে বাবার জন্য মাদক চাইছেন তিনি ।
advertisement
5/8
• রিয়া-শৌভিকের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী ও মা সন্ধ্যা চক্রবর্তীও বাদ যাননি সিবিআই জেরা থেকে । ইদ্রজিতবাবু’কে একাধিকবার জেরা করেছে সিবিআই ও ইডি ।
advertisement
6/8
• শৌভিকের এই হোয়াটসঅ্যাপ মেসেজটি ড্রাগ পাচারকারীর সঙ্গে । সেখানে স্পষ্টই তিনি লিখেছেন, ‘‘একটি বুম চাই ভাই, ড্যাড চাইছে...উনি বিশ্বাস করতে চাইছেন না তাঁর ‘মাল’ শেষ হয়ে গিয়েছে’’ ।
advertisement
7/8
• এরপর উত্তর আসে, আজকের মতো জিনিসটি শেষ হয়ে গিয়েছে । আগামিকাল পাওয়া যাবে ।
advertisement
8/8
• তবে ওই মেসেজে শৌভিক ‘ড্যাড’ সম্বোধন করে বাবার কথা বলেছেন, নাকি অন্য কারও কথা লিখেছেন, যাঁর নিক নেম ‘ড্যাড’ তা অবশ্য জানা যায়নি।