‘নিজের জীবন বাজি রেখে সুশান্তের যত্ন নিয়েছে রিয়া’, এ বার মুখ খুললেন শিবানী দান্ডেকর
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
একটি সাক্ষাৎকারে শিবানী বলেন, রিয়ার পরিবারকে তিনি অনেকদিন ধরে চেনেন । সুন্দর, ভদ্র, মার্জিত মধ্যবিত্ত পরিবারের মেয়ে রিয়া ।
advertisement
1/7

• দিন যত এগোচ্ছে, সুশান্ত সিং রাজপুত মামলায় নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে । এতদিন সুশান্তের পরিবার বলছিলেন, নায়কের অসুস্থতা, মানসিক অবসাদ সম্পর্কে কিছুই জানতেন না তাঁরা ।
advertisement
2/7
• তবে বর্তমানে দেখা যাচ্ছে, এ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন না সুশান্তের পরিবারও । তাঁর দিদি প্রিয়াঙ্কা নিজেই ভাইকে কিছু ওষুধ খেতে পরামর্শ দিতেন । সেই ওষুধগুলি অবসাদ, দুশ্চিন্তা এবং অনিদ্রার ওষুধ ।
advertisement
3/7
• এরপর থেকেই এই মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর স্বপক্ষে সরব হয়েছেন বলিউডের একাংশ । এ বার রিয়ার হয়ে মুখ খুললেন ফারহান আখতারের বান্ধবী শিবানী দান্ডেকর ।
advertisement
4/7
• সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রিয়ার পরিবারকে তিনি অনেকদিন ধরে চেনেন । সুন্দর, ভদ্র, মার্জিত মধ্যবিত্ত পরিবারের মেয়ে রিয়া । তাঁর সম্বন্ধে যে সব কুৎসা রটানো হচ্ছে তা অনভিপ্রেত ।
advertisement
5/7
• শুধু তাই নয়, শিবানী এও দাবি করেন, রিয়া সুশান্ত’কে ভীষণ ভালবাসতেন । সুশান্তের যত্ন নিতে গিয়ে নিজের জীবনকে বাজি রেখেছিলেন তিনি ।
advertisement
6/7
• মানুষ সত্যিটা না জেনে, সুশান্তের মৃত্যুর রহস্য উদঘাটনে আগ্রহী না হয়ে রিয়া’কে ক্রমগত আক্রমণ করে যাচ্ছেন । মনে হচ্ছে তাঁরা বিচার চান না, চান সিরিয়ালের ড্রামা ।
advertisement
7/7
• রিয়ার সঙ্গে আখতার পরিবারের বেশ ঘনিষ্ঠতা যে রয়েছে তা বি-টাউনের সকলেই জানেন । এমনকি সুশান্তের মৃত্যুর পর, যখন তদন্তভার মুম্বই পুলিশের হাতে ছিল তখন রিয়া ফারহান আর শিবানীর সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িও গিয়েছিলেন । যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা রানাওয়াত ।